শন পোলক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যসূত্র
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১১৩ নং লাইন:
ফাস্ট-মিডিয়াম সিম বোলার হিসেবে ক্রিকেট খেলায় তার দৃপ্ত পদচারণা ছিল। সঠিকভাবে দ্রুত বল করার পাশাপাশি সুইং করার সক্ষমতায় পারদর্শী ছিলেন পোলক। প্রবাদপ্রতীম দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার [[গ্রেইম পোলক|গ্রেইম পোলকের]] নাতি এবং সাবেক [[ফাস্ট বোলিং|ফাস্ট বোলার]] [[পিটার পোলক|পিটার পোলকের]] সন্তান শন পোলক ১৯৯৫/৯৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকার পক্ষে নিজ দেশে অনুষ্ঠিত খেলায় [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] বিপক্ষে অভিষিক্ত হন। কয়েকটি খেলায় চমকপ্রদ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন ও [[অ্যালান ডোনাল্ড|অ্যালান ডোনাল্ডের]] সাথে বোলিং জুটি গড়েন। ডোনাল্ডের অবসরের পূর্ব পর্যন্ত উভয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রধান [[বোলিং (ক্রিকেট)|বোলিং]] স্তম্ভ।
 
হার্ড-হিটিং ব্যাটসম্যান হিসেবে পরিগণিত ছিলেন পোলক। সচরাচর ৭ কিংবা ৮ নম্বরে ব্যাটিং করতে নামতেন। টেস্টে তার ব্যাটিং গড় ছিল ত্রিশের উপরে এবং ওডিআইয়ে পঁচিশের ঊর্ধ্বে। [[হানসি ক্রনিয়ে|হানসি ক্রনিয়ের]] ক্রিকেট জীবনে নিষেধাজ্ঞা নেমে আসলে এপ্রিল, ২০০০ সালে তাকে অধিনায়কত্ব প্রদান করা হয়।<ref>{{cite web | url=http://content-ind.cricinfo.com/ci/content/story/84320.html | title=Bacher: 'We were deceived' | publisher=[[Cricinfo]] | accessdate=23 March 2007}}</ref> পাতানো খেলার কেলেঙ্কারী থেকে দলকে মুক্ত রাখতে সক্ষম হন। তার নেতৃত্বে দল শুরুতে ভাল করলেও বেশ কয়েকটি সিরিজে হেরে যায় দল। [[২০০৩ ক্রিকেট বিশ্বকাপ|২০০৩]] সালের [[ক্রিকেট বিশ্বকাপ|বিশ্বকাপ ক্রিকেটে]] দক্ষিণ আফ্রিকার খারাপ ফলাফলের দরুণদরুন অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। এ প্রতিযোগিতায় স্বাগতিক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা দলকে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে মনে করা হয়েছিল।
 
জুন, ২০০৭ সালে ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত আফ্রিকা একাদশ বনাম এশিয়া একাদশের খেলায় তার ভূমিকা ছিল পেশাদার [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যানের]] ন্যায়। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩০ রান করেন যা এ অবস্থানে থেকে সর্বোচ্চ রানের রেকর্ড।<ref>{{cite web | url=http://stats.cricinfo.com/ci/content/records/284242.html | title=Records – One-Day Internationals – Most runs in an innings (by batting position) | publisher=Cricinfo | accessdate=2007-09-01}}</ref> কিন্তু এ রেকর্ডটি বেশীদিন টিকেনি। পরবর্তী সিরিজেই [[মহেন্দ্র সিং ধোনি]] তা ভেঙ্গে দেন।