লক্ষ্মীনাথ বেজবড়ুয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Anshuman.jrt (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৩৬ নং লাইন:
==জন্ম ও শিক্ষা==
লক্ষ্মীনাথ বেজবরুয়ার পিতা দীননাথ বেজবরুয়া বৃটিশের অধীনে চাকরি করিতেন। চাকরিসুত্রে দীননাথ বেজবরুয়াকে নগাও থেকে বরপেটা স্থানান্তর হতে হয়েছিল। যাতায়তের ভাল সুবিধা নাথাকায় দীননাথ ব্রহ্মপুত্রের জলে নৌকা চালিয়ে যাত্রা করেছিলেন। সেদিন ছিল কার্তিক মাসের লক্ষ্মী পূর্নিমা। দীননাথের পত্নী ঠানেশ্বরী দেবী নৌকায় লক্ষ্মীনাথ বেজবরুয়াকে জন্ম দিয়াছিলেন। পিতা দীননাথ চাকরিসুত্রে বিভিন্ন স্থানে পরিবর্তন হওয়ার জন্য লক্ষ্মীনাথ তেজপুর, লক্ষীমপুর ও গুয়াহাটি সহ নানান স্থান থেকে শিক্ষা গ্রহন করেছিলেন। অবশেষে পিতা অবসর গ্রহনগ্রহণ করার পর তিনি শিবসাগর থেকে ১৮৮৬ সনে এন্ট্রেন্স পরীক্ষায় পাশ করেন। এন্ট্রান্স পরীক্ষা পাশ করার তিনি উচ্চ শিক্ষার জন্য কলকাতা গিয়েছিলেন। ১৮৯০ সনে তিনি কলকাতার জেনেরেল এসেমব্লি কলেজ থেকে বি.এ পাশ করেছিলেন। উকিল হওয়ার মনোভাবে তিনি আইনের অধ্যয়ন করেন ও একই সময়ে এম.এ অধ্যয়ন করা আরম্ভ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আইন ও এম.এ অধ্যবন সম্পূর্ণ করতে পারেন নাই। ১৮৯১ সনে তিনি কলকাতার ঠাকুর পরিবারের কন্যা প্রজ্ঞাসুন্দরীকে বিবাহ করেছিলেন।
 
==কর্ম জীবন==