রেজারভোয়ার ডগ্‌স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dexbot (আলোচনা | অবদান)
Removing Link GA template (handled by wikidata)
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১৯ নং লাইন:
'''রেজারভোয়ার ডগ্‌স''' ([[ইংরেজি ভাষায়]]: Reservoir Dogs) ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত কোয়েন্টিন টারান্টিনোর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে একটি সংঘটিত চক্র কর্তৃক অলংকারের দোকান ডাকাতির আগের এবং পরের ঘটনাগুলো দেখানো হয়েছে কিন্তু ডাকাতির ঘটনাটি দেখানো হয়নি। এতে টারান্টিনো নিজেও একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন। অপরাধ চলচ্চিত্রের প্রতিষ্ঠিত লেখক [[এডি বাংকার]] ও এতে অভিনয় করেছেন। টারান্টিনো যেসব থিম এবং নৈসর্গিকতা নিয়ে পরবর্তীতে কাজ করেছেন তার অনেকগুলোই এই ছবিতে উঠে এসেছে: হিংস্র অপরাধ, পপ সংস্কৃতি, অতিরিক্ত লৌকিকতা সমৃদ্ধ স্মরণীয় কথোপকথন এবং অরৈখিক গল্প কাহিনী।
 
এই সিনেমাটি ধ্রুপদী [[স্বাধীন চলচ্চিত্র|স্বাধীন চলচ্চিত্রের]] মর্যাদা পেয়েছে। [[এম্পায়ার]] এর মতে এটি "সর্বকালের সেরা স্বাধীন চলচ্চিত্র"। অনেক সমালোচকরাই সিনেমা এবং চরিত্রগুলোর প্রশংসা করেছেন, কিন্তু এটি কখনই বক্স অফিসে খুব বেশীবেশি হিট করতে পারেনি। আসলে টারান্টিনোর পরবর্তী ছবি [[পাল্প ফিকশন]] জনপ্রিয় হয়ে উঠার পরই রেজারভোয়ার ডগ্‌সের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। অনেকগুলো সহিংস দৃশ্যের জন্য অনেকেই এর সমালোচনা করেছেন। অনেকে বলেছেন, কান কাটার দৃশ্যের সময় অনেকেই হল ছেড়ে উঠে আসতে বাধ্য হয়েছে।
 
== কাহিনীর সারাংশ ==
জো ক্যাবটের অপরাধ চক্রের সর্দার। ফিল্ডে সবকিছু পরিচালনা করে তার ছেলে এডি। তারা একটি অলংকারের দোকান লুট করার পরিকল্পনা করে। তাদের চূড়ান্ত মিশনে মিস্টার হোয়াইট, অরেঞ্জ, ব্লু, ব্রাউন এবং ব্লন্ড অংশ নেয়। কিন্তু লুট করতে গিয়ে দেখা যায় কেউ তাদের মধ্যে থেকে পরিকল্পনা পুলিশের কাছে ফাঁস করে দিয়েছে। তারপরও কিছু লুটের মাল নিয়ে তারা পূর্বে পরিকল্পিত হলরুমে এসে হাজির হয়। দু'জন লুটের স্থানেই মারা যায়। এরপরই তাদের চরিত্রগুলোর মধ্যে টানাপোড়েন এবং সহিংসতা শুরু হয়। এক সময় জানা যায় কে তাদের মধ্যে থেকে টিকটিকির কাজ করছে। কিন্তু ততক্ষণে অনেক দেরীদেরি হয়ে গেছে। মারা গেছে অনেকেই।
 
== কাহিনী ==
৫৪ নং লাইন:
মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে এই মুভি ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। [[এম্পায়ার]] সাময়িকী একে র্বকালের সেরা স্বাধীন চলচ্চিত্র হিসেবে আখ্যাঙিত করেছে। [[রটেন টম্যাটোস]] এ এর ৯৫% ফ্রেশ রেটিং রয়েছে। মেটাক্রিটিকে এর রেটিং ১০ এর মধ্যে ৮.৮।
 
রেজারভোয়ার ডগ্‌স পরবর্তীতেপরবর্তীকালে অনেক স্বাধীন চলচ্চিত্রকে প্রভাবিত করেছে এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাণে উৎসাহ যুগিয়েছে। এটি স্বাধীন চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইল ফলক। [[সঞ্জয় গুপ্ত]] পরিচালিত [[বলিউড|বলিউডের]] সিনেমা [[কাটে]] এই চলচ্চিত্রের একটি স্বীকৃতিবিহীন নকল তথা রিমেইক। কাটে'র কাহিনী এবং কথোপকথনের ধরণধরন একেবারে রেজারভোয়ার ডগ্‌সের মত।
 
== বহিঃসংযোগ ==