রাউন্ড-রবিন প্রতিযোগিতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বাংলা svg চিত্র যোগ, ভুল হলে বা ঠিক করার প্রয়োজন হলে আমাকে বার্তা দিন
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
২ নং লাইন:
'''রাউন্ড-রবিন প্রতিযোগিতা''' ({{lang-en|Round-robin tournament, All-play-all tournament}}) এক ধরনের [[ক্রীড়া]] [[প্রতিযোগিতা]] পদ্ধতি ও ক্রীড়া [[পরিভাষা]]। এ পদ্ধতির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী বা দল পর্যায়ক্রমে অন্যান্য প্রতিযোগী বা দলের বিরুদ্ধে খেলায় অংশগ্রহণ করে। রাউন্ড-রবিন পরিভাষাটি ''রুবান'' শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে ''রিবন''।
 
'''একক রাউন্ড-রবিন''' ক্রীড়া সময়সূচীতে একজন প্রতিযোগী কেবলমাত্র একবারই অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদের সাথে মোকাবেলা করবে। যদি একজন প্রতিযোগী অন্যান্য প্রতিযোগীদের সাথে দুইবার মোকাবেলা করে, তখন তা '''দ্বৈত রাউন্ড-রবিন''' প্রতিযোগিতা নামে পরিচিতি পাবে। দুইবারের বেশীবেশি এ ধরনের প্রতিযোগিতা পদ্ধতি বিরল ঘটনা হিসেবে আখ্যায়িত হয়।<ref name=Webster>''Webster's Third New International Dictionary of the English Language, Unabridged'' (1971, G. & C. Merriam Co), p.1980.</ref> অজানাসংখ্যক খেলায় রাউন্ড-রবিন প্রতিযোগিতা পদ্ধতি কখনো ব্যবহার করা হয় না। ব্যতিক্রম হিসেবে [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] পেশাদার ক্রীড়া লীগের [[আমেরিকান ফুটবল লীগ (১৯৪০)]] এবং [[অল-আমেরিকা ফুটবল কনফারেন্স]] রয়েছে।
 
== বিভিন্ন দেশে নামকরণ ==