লিওনার্দো দা ভিঞ্চি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
Che12Guevara (আলোচনা | অবদান)
ছবি বড়ো করলাম।
১২ নং লাইন:
| field = অনেক এবং [[চিত্রকলা]] ও [[বিজ্ঞান|বিজ্ঞানের]] বিবিধ ক্ষেত্র
| movement = [[উচ্চ রেনেসাঁস]]
| works = ''[[মোনা লিসা]]'', ''[[দ্যাদ্য লাস্ট সাপার (লিওনার্দো দা ভিঞ্চি)|দ্যা]]'', লাস্ট''[[ভিত্রুভিয়ানো সাপারমানব]]'', ''[[ভিত্রুভিয়ানলেডি উইথ অ্যান ম্যানএরমাইন]]''
| signature = Da Vinci Signature.svg
}}
২২ নং লাইন:
 
আনুমানিক [[১৪৮২]] সালে তিনি [[মিলান]] গমন করেন এবং সেখানে অবস্থানকালে তাঁর বিখ্যাত দেয়াল চিত্র [[দ্য লাস্ট সাপার]] অঙ্কন করেন। আনুমানিক [[১৫০০]] সালে তিনি ফ্লোরেন্স ফিরে আসেন এবং সামরিক বিভাগে প্রকৌশলী পদে নিয়োগ লাভ করেন। এই সময়েই তিনি তাঁর বিশ্বখ্যাত চিত্রকর্ম মোনালিসা অঙ্কন করেন। জীবনের শেষকাল তিনি [[ফ্রান্স|ফ্রান্সে]] কাটান।
 
অনেক ঐতিহাসিক ও পণ্ডিত লিওনার্দোকে "ইউনিভার্সাল প্রতিভা" বা "রেনেসাঁ মানব" আখ্যা দিয়েছেন।
 
== জীবনী ==
৩২ ⟶ ৩৪ নং লাইন:
 
=== ভ্যারিচ্চিও-র কাজে যোগদান (১৪৬৬-১৪৭৬) ===
[[চিত্র:Leonardo da Vinci01.jpg|thumb|150px|ইতালির ফ্লোরেন্সে স্থাপিত লিওনার্দোর একটি মূর্তি]]
১৪৬৬ সালে লিওনার্দোর বয়স যখন ১৪, তখন তিনি [[ভ্যারিচ্চিও]] (Verrocchio)-র কাছে শিক্ষানবীশ হিসেবে যোগ দেন। ভ্যারিচ্চিও-র পুরো নাম “আন্দ্রে দাই সায়ন”, তিনি ছলেন সে সময়ের একজন সফল চিত্রকর। ভ্যারিচ্চিও-র কর্মস্থলে তৎকালীন গুণী মানুষদের সমাগম হত।আরও নামকরা যেসব শিল্পী ভ্যারিচ্চিও-র তত্ত্বাবধানে কাজ করত বা তার ওয়ার্কশপে যাতায়াত করত, তাদের মধ্যে অন্যতম হলেন [[গিরল্যান্ডিও]] (Ghirlandaio), [[পেরুগন]] (Perugino), [[লরেঞ্জো দাই ক্রিডি]] (Lorenzo di Credi)।
 
৪৭ ⟶ ৪৯ নং লাইন:
 
== প্রকৌশল এবং উদ্ভাবন ==
[[চিত্র:Design_for_a_Flying_Machine.jpg |thumb|150px|একটি উড়ন্ত মেশিনের জন্য একটি নকশা, ফ্রান্স, প্যারিস (সি. 1488) ইনস্টিটিউট]]
লিওনার্দো দা ভিঞ্চি তার জীবদ্দশায় প্রকৌশলী হিসেবেও অনেক খ্যাতি অর্জন করেছিলেন। লুভোডিকো মুরো নামক এক ব্যক্তিকে তিনি এক চিঠি দিয়ে দাবি করেছিলেন যে তিনি একটি শহরের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য সয়ংক্রিয় কিছু যন্ত্র আবিষ্কারে সক্ষম হয়েছেন। তারপর যখন তিনি ভেনিসে স্থানান্তরিত হলেন, তখন সেখানে তিনি এক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি পান। যেখানে তিনি তার উদ্ভাবনী শক্তির পূর্ন বিকাশ সাধন করেন। শহরকে বহিরাগত আক্রমণ থেকে রক্ষার জন্য একটি স্থানান্তর যোগ্য ব্যারিকেট তৈরিতে সক্ষম হণ যার ফলে তিনি অনেক খাতি অর্জন করেন। লিওনার্দো তাঁর পত্রিকায় বিভিন্ন বাস্তব এবং অবাস্তব যন্ত্রের বর্ণনা দিয়েছিলেন। যার মধ্যে রয়েছে নানা রকম বাদ্যযন্ত্র , একটি যান্ত্রিক সৈন্য, হাইড্রোলিক পাম্প, ডানার মর্টার শেল এবং একটি বাষ্প কামান।
 
৫৩ ⟶ ৫৫ নং লাইন:
 
== শেষ জীবন,১৫১৩ থেকে ১৫১৯ ==
সেপ্টেম্বর ১৫১৩ থেকে ১৫১৬ পর্যন্ত অধিকাংশ সময় তিনি রোমে দশম পোপ এর অধীনে কাটিয়েছিলেন। অক্টোবর ১৫, ১৫১৫ তে যখন রাজা ফ্রান্সিস ১ম মিলান দখল করলেন তখন লিওনার্দো তার অধীনে কাজ শুরু করেন। তিনি তখন রাজার বাসভবনের পাশেই "ক্লস লুইস" নামক ভবনে বসবাস করতে শুরু করলেন যেখানে তিনি তার জীবনের পরবর্তী ৩ বছর অতিবাহিত করেন। [[চিত্র: Clos_luce_04_straight.JPG|thumb|150px|"ক্লস লুইস" ভবন, ফ্রান্স যেখানে লিওনার্দো ১৫১৯ সালে মারা যান]]
২রা মে ১৫১৯ এ লিওনার্দো এই "ক্লস লুইস" ভবনে মৃত্যু বরণ করেন।