বলাইচাঁদ মুখোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৩২ নং লাইন:
'''বলাইচাঁদ মুখোপাধ্যায়''' ([[জন্ম]]: [[১৯ জুলাই]], [[১৮৯৯]] - [[মৃত্যু]]: [[৯ ফেব্রুয়ারি]], [[১৯৭৯]]) একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও [[কবি]]। তিনি ''বনফুল'' ছদ্মনামেই অধিক পরিচিত। অবিভক্ত ভারতবর্ষের [[বিহার|বিহার রাজ্যের]] মনিহারীতে তিনি জন্মগ্রহণ করেন। পিতা সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তাদের আদি নিবাস হুগলী জেলার শিয়াখালা।<ref name="b">হংসনারায়ণ ভট্টাচার্য বিরচিত ''বঙ্গসাহিত্যাভিধান'', ২য় খণ্ড, ১৯৯০ খ্রি.</ref>
 
প্রথমে মণিহারী স্কুলে এবং পরে সাহেবগঞ্জ উচ্চ ইংরেজী বিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন। শেষোক্ত স্কুল থেকে ১৯১৮ খ্রিস্টাব্দে প্রবেশিকা (এন্ট্রান্স) পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২০ খ্রিস্টাব্দে তিনি আই,এস,সি, পরীক্ষায় উত্তীর্ণ হন হাজারীবাগ সেন্ট কলম্বাস কলেজ থেকে। কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন তবে পাটনা মেডিক্যাল কলেজে থেকে এম,বি, ডিগ্রী লাভ করেন। প্যাথলজিস্ট হিসাবে ৪০ বৎসর কাজ করেছেন। ১৯৬৮ খ্রিস্টাব্দ থেকে স্থায়ীভাবে কলকাতায় বসবাস করতে শুরু করেন। ১৯৭৯ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারীফেব্রুয়ারি তারিখে কলকাতা শহরে তাঁর মৃত্যু হয়।<ref name="b" />
 
বলাইচাঁদ মুখোপাধ্যায় কৈশোর থেকেই লেখালেখি শুরু করেন। শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকোতে তিনি '''বনফুল''' [[ছদ্মনাম|ছদ্মনামের]] আশ্রয় নেন। ১৯১৫ খ্রিস্টাব্দে সাহেবগঞ্জ স্কুলে পড়ার সময় [[মালঞ্চ]] পত্রিকায় একটি [[কবিতা]] প্রকাশের মধ্য দিয়ে তাঁর সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। পরে [[প্রবাসী]], [[ভারতী]] এবং সমসাময়িক অন্যান্য পত্রিকায় ছোটগল্প প্রকাশ করেন।<ref name="b"/>