বরেন্দ্র গবেষণা জাদুঘর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:রাজশাহী যোগ হটক্যাটের মাধ্যমে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৭৭ নং লাইন:
[[চিত্র:Varendra Foundation Carmichael.jpg|right|thumb|220px|লর্ড কারমাইকেল স্থাপিত ভিত্তিফলক]]
 
[[১৯১১]] খ্রিস্টাব্দে কলকাতা জাদুঘর অকস্মাৎ এতে সংরক্ষিত সকল নিদর্শন দাবি করে বসে। তৎকালীন গভর্নর কারমাইকেলের প্রচেষ্টায় [[১৯১৩]] খ্রিস্টাব্দে ১৪ ফেব্রুয়ারীফেব্রুয়ারি তারিখে জারীকৃত একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বরেন্দ্র জাদুঘরকে এর নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের ব্যপারে স্বাধীকার প্রদান করা হয়।
 
[[১৯২৩]] খ্রিস্টাব্দে জাদুঘর কর্তৃপক্ষের সাথে [[কলকাতা বিশ্ববিদ্যালয়]] যৌথভাবে নওগাঁর [[পাহাড়পুর বৌদ্ধবিহার|পাহাড়পুর বৌদ্ধ বিহারের]] খনন কাজ শুরু করে। পরবর্তিতে বরেন্দ্র অনুসন্ধান সমিতির একক প্রচেষ্টায় [[পাহাড়পুর বৌদ্ধবিহার|পাহাড়পুর]] থেকে ২৫৬টি নিদর্শন আবিষ্কৃত হয়। [[১৯৪৭]] খ্রিস্টাব্দের পরে জাদুঘরটির অস্তিত্ত্ব নিয়ে সংকট দেখা দেয়। [[১৯৪৯]] থেকে [[১৯৬১]] খ্রিস্টাব্দ পযর্ন্ত জাদুঘর ভবনটির অর্ধেকাংশ মেডিকেল স্কুল হিসেবে ব্যবহার করা হয়েছিল। [[১৯৬৪]] খ্রিস্টাব্দে জাদুঘরটি বন্ধ হবার উপক্রম হলে ঐ বছরের [[১০ অক্টোবর]] তারিখে এর স্থাবর-অস্থাবর সম্পত্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিগ্রহণ করে।<ref name="৬০ বছরে রাবি">{{cite news |author=সাইফুদ্দীন চৌধুরী |date=০৬ জুলাই, ২০১৩ |title=৬০ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয় |url=http://www.prothom-alo.com/opinion/article/19598/৬০-বছরে-রাজশাহী-বিশ্ববিদ্যালয় |newspaper=[[দৈনিক প্রথম আলো]] |location= |accessdate=জুন ১, ২০১৫}}</ref> জাদুঘরটির পরিদর্শকদের মধ্যে রয়েছেন [[মহাত্মা গান্ধী]], [[সুভাষচন্দ্র বসু|নেতাজী সুভাষচন্দ্র বসু]] প্রমুখ সহ আনেক বিখ্যাত ব্যক্তিবর্গ।