ফেরদৌসী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Kishorsopnoneel (আলোচনা | অবদান)
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
২৪ নং লাইন:
 
=== কবি হিসেবে জীবন শুরু ===
মনে করা হয় শাহনামার আগেও ফেরদৌসী কিছু কবিতা লিখেছিলেন কিন্তু সেগুলো খুঁজে পাওয়া যায়নি। ৯৭৭ এর দিকে তিনি শহনামা লেখা শুরু করেন এবং দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি ইরানের বিভিন্ন শাষক ও শাহ্ দের কাহিনী তুলে ধরেন।<ref>Dick Davis ''The Shahnameh'' (Viking Penguin, 2006) p.xviii</ref><ref>[http://www.iranicaonline.org/articles/ferdowsi-i ''Iranica'' article on Ferdowsi, section on "Social background"]</ref> এসময় সামানাইড রাজার কাছ থেকে গভীর পৃষ্ঠপোষকতা পেয়ে তিনি ৯৯৪ সিইর দিকে শাহনামার প্রথম শ্লোক লেখার কাজ সমাপ্ত করেন। পরবর্তীতে যখন তুর্কি গজনবী সুলতান মাহমুদ সামানাইড রাজা মনসুরকে ক্ষমতাচুত্য করে তখন ফেরদৌসী মাহমুদকে গুনগান করে তার লেখা চালিয়ে যান। যাইহোক সেসময় কবিদের কিভাবে সমাদর করা হত সে বিষয়ে মতভেদ রয়েছে। তবে ইরানের সাহিত্য সম্পর্কে সামানাইড রাজার চেয়ে মাহমুদের আগ্রহ কম ছিল বলে ধারনা করা হয়।<ref>Dick Davis (translator) ''Shahnameh: The Persian Book of Kings'' (Viking Penguin, 2006) p.xxiii</ref> ফলে শাহনামার পরবর্তী শ্লোক গেুলোতে রাজাদের গুনগানের পরীবর্তে ফেরদৌসীর নিজস্ব আবেগ, অনুভুতির বহিঃপ্রকাশ ঘটেছে। অবশেষে ফেরদৌসী [[৮ মার্চ]], [[১০১০]] খ্ৰিস্টাব্দে তার মহাকাব্য লেখার কাজ শেষ করেন। কিন্তু তার শেষ জীবন সম্বন্ধে সুষ্পষ্ট ধারনাধারণা পাওয়া যায়নি।<ref name="Iranica article Ferdowsi"/>
 
== শাহনামা ==