ফিফা মহিলা বিশ্বকাপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১২ নং লাইন:
'''ফিফা মহিলা বিশ্বকাপ''' ({{lang-en|FIFA Women's World Cup}}) হলো [[মহিলা|মহিলাদের]] ফুটবলের সর্বোচ্চ আন্তর্জাতিক আসর। [[ফুটবল]] খেলার আন্তর্জাতিক সংস্থা [[ফিফা|ফিফা'র]] সদস্যভূক্ত রাষ্ট্রের জাতীয় মহিলা ফুটবল দলসমূহ এই [[প্রতিযোগিতা|প্রতিযোগিতায়]] অংশ নিয়ে থাকে।
 
পুরুষদের [[ফুটবল বিশ্বকাপ|বিশ্বকাপ ফুটবলের]] অনুরূপভাবে এটিও প্রতি চার বছর অন্তর এই [[বিশ্বকাপ]] অনুষ্ঠিত হয়ে থাকে। মহিলাদের [[বিশ্ব চ্যাম্পিয়নশীপ]] প্রতিযোগিতা নামের প্রথম বিশ্বকাপটি ১৯৯১ সালে অনুষ্ঠিত হয়। [[২০১১ ফিফা মহিলা বিশ্বকাপ|২০১১ সালের]] প্রতিযোগিতায় [[জাপান]] পেনাল্টি শ্যুট আউটে জয়ী হয়ে [[ট্রফি]] লাভ করে। বর্তমানে প্রতি আসরের চুড়ান্তচূড়ান্ত পর্যায়ে ১৬টি দল খেলে থাকে।
 
== প্রতিযোগিতার ফরম্যাট ==
আঞ্চলিক ফুটবল সংস্থা - ওশেনিয়া ফুটবল ফেডারেশন, উয়েফা, কনক্যাকাফ, কনমেবল, [[এশিয়ান ফুটবল কনফেডারেশন|এএফসি]] এবং সিএএফ আয়োজিত স্থানীয় বাছাই পর্বে বিভিন্ন দেশের জাতীয় মহিলা ফুটবল দল অংশ নেয়। সেখান থেকে ১৬টি দল চুড়ান্তচূড়ান্ত পর্যায়ে খেলতে পারে।
 
চুড়ান্ত প্রতিযোগিতাটি ৩ সপ্তাহ ধরে চলে। গ্রুপ পর্যায়ে ১৬টি দল চারটি গ্রুপে (এ, বি, সি এবং ডি) বিভক্ত হয়ে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলে থাকে। প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় ২টি দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। কোয়ার্টার ফাইনালের বিজয়ী চারটি দল সেমিফাইনালে যায় এবং সেখানকার বিজয়ী দল দু'টি ফাইনালে খেলে। সেমিফাইনালে হেরে যাওয়া দল দু'টি ৩য় স্থান নির্ধারণী ম্যাচে খেলে থাকে।