পেপ গার্দিওলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
২৮ নং লাইন:
'''ইয়োসেপ ‘‘পেপ’’ গার্দিওলা ই সালা''' (জন্ম ১৮ জানুয়ারি ১৯৭১) একজন স্পেনীয় ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড়। বর্তমানে তিনি জার্মান ক্লাব [[এফসি বায়ার্ন মিউনিখ|বায়ার্ন মিউনিখের]] ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। খেলোয়াড় হিসেবে গার্দিওলা একজন [[মধ্যমাঠের খেলোয়াড়#ডিফেন্সিভ মিডফিল্ডার|ডিফেন্সিভ মিডফিল্ডার]] ছিলেন এবং ক্যারিয়ারের অধিকাংশ সময় তিনি [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনায়]] কাটিয়েছেন। তিনি ইয়োহান ক্রুয়েফের ‘‘ড্রিম টিমেরও’’ অংশ ছিলেন যা [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনার]] হয়ে প্রথম ইউরোপিয়ান কাপ জেতে। তিনি ইতালির ক্লাব ব্রেস্কিয়া ও রোমা, কাতারের ক্লাব আল-আহলি এবং মেক্সিকোর ক্লাব দোরাদোসেও খেলেছেন। ইতালিতে খেলার সময় ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ার কারনে তাকে চার মাসের জন্য নিষিদ্ধ করা হয়। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি [[স্পেন জাতীয় ফুটবল দল|স্পেন জাতীয় দলে]] খেলছিলেন এবং কাতালুনিয়া জাতীয় দলের হয়ে কিছু প্রীতি খেলায় অংশগ্রহন করেছিলেন।
 
খেলোয়াড় হিসেবে অবসর গ্রহনের পর তিনি বার্সেলোনা বি দলের কোচের দায়িত্ব গ্রহনগ্রহণ করেন। ২০০৮ সালের ৮ মে, [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনা]] প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা [[ফ্রাংক রাইকার্ড|ফ্রাংক রাইকার্ডের]] উত্তরসূরি হিসেবে গার্দিওলার নাম ঘোষনাঘোষণা করেন।<ref>{{cite web|url=http://www.fcbarcelona.cat/web/english/noticies/futbol/temporada07-08/05/n080508104104.html| title=Rijkaard until 30 June; Guardiola to take over|publisher=FC Barcelona|date=৮ মে ২০০৮|accessdate=৭ জানুয়ারি ২০১৩}}</ref> এতে করে, তিনি [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনার]] মূল দলের ম্যানেজারের দায়িত্ব পেয়ে যান। ২০০৮ সালের ৫ জুন, তিনি চুক্তি সাক্ষর করেন। ম্যানেজার হিসেবে তার প্রথম মৌসুমে (২০০৮–০৯) [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সা]] ট্রেবল জয় করে। তারা কোপা দেল রে, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জেতে। এতে করে, চ্যম্পিয়ন্স লীগ ইতিহাসে কনিষ্ঠতম ম্যানেজার হিসেবে এই শিরোপা জেতার কৃতিত্ব গড়েন গার্দিওলা। পরের মৌসুমে গার্দিওলা এবং [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনা]] স্পেনীয় সুপার কোপা, ইউরোপীয়ান সুপার কাপ এবং [[ফিফা ক্লাব বিশ্বকাপ]] জেতে। এতে করে, এক পঞ্জিকাবর্ষে সাম্ভব্য ছয়টি শিরোপার সবগুলোই জেতে [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সা]] ও গার্দিওলা।
 
২০১১ সালের ৮ সেপ্টেম্বর, গার্দিওলাকে কাতালান আইনসভার সর্বোচ্চ সম্মাননা স্বর্ণপদক পুরস্কার দেওয়া হয়।<ref>{{cite web|url=http://www.324.cat/noticia/1366666/futbol/Un-emocionat-Pep-Guardiola-rep-la-Medalla-dHonor-del-Parlament| title=Un emocionat Pep Guardiola rep la Medalla d'Honor del Parlament|publisher=TV3|language=Catalan|date=৯ সেপ্টেম্বর ২০১১|accessdate=৭ জানুয়ারি ২০১৩}}</ref> ২০১২ সালের ৯ জানুয়ারি, গার্দিওলাকে ২০১১ ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগীতায় তিনি ৪২% ভোট পান। [[ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব|ম্যানচেস্টার ইউনাইটেডের]] কোচ [[অ্যালেক্স ফার্গুসন]] পান ১৬% এবং [[রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব|রিয়াল মাদ্রিদের]] কোচ [[জোসে মরিনহো]] পান ১২% ভোট। ২০১২ সালের ৩০ জুন, গার্দিওলা[[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনার]] কোচের পদ থেকে অব্যাহতি নেন। তিনি চার বছর বার্সেলোনায় কাটিয়ে দলকে ১৪টি শিরোপা উপহার দেন।<ref>{{cite web|url=| title=Pep Guardiola quits Barcelona Tito Vilanova to take over|publisher=Dailymail (UK)|date=২৭ এপ্রিল ২০১২|accessdate=৭ জানুয়ারি ২০১৩}}</ref> ২০১৩ সালের ১৬ জানুয়ারি, [[এফসি বায়ার্ন মিউনিখ|বায়ার্ন মিউনিখ]] কর্তৃপক্ষ ঘোষণা করে যে ২০১৩–১৪ মৌসুমে গার্দিওলা ক্লাবের দায়িত্ব গ্রহনগ্রহণ করবেন।
 
== ক্লাব ক্যারিয়ার ==