নাদের শাহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dexbot (আলোচনা | অবদান)
Removing Link FA template (handled by wikidata)
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
২৪ নং লাইন:
হুতাকি আফগানদের দ্বারা বিদ্রোহ শুরু হলে ইরানে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় তারা পারস্যের শাহ সুলতান হুসাইনকে সহজেই ক্ষমতাচুত্য করে। [[উসমানীয় সাম্রাজ্য|উসমানীয়]] ও [[রাশিয়া]] উভয়েই পারস্যের বিভিন্ন অঞ্চল দখল করে নেয়। ঠিক এরকম পরিস্থিতিতে নাদের শাহ ক্ষতায় আসেন। তিনি ক্ষমতায় আসার পর পারস্যের অঞ্চলগুলোকে পুনরায় একত্রিত করেন ও সেখান থেকে দখলদারীদের উচ্ছেদ করেন। তিনি এতো ক্ষমতাবান হয়ে উঠেন যে ২০০ বছর ধরে পারস্য শাসন করা সাফাভিদ রাজবংশের শেষ শাসককে পদচুত্য করার পরিকল্পনা করেন। ১৭৩৬ সালে সাফাবিধ রাজবংশের শাসককে ক্ষমতাচুত্য করে নিজেকে ইরানের শাহ হিসেবে ঘোষণা করেন। তার অনেক সামরিক অভিযান তার সাম্রাজ্য বহুগণে বৃদ্ধি করে ও চতুর্দিকে তার সাম্রাজ্যের পরিধি বাড়তে থাকে। তিনি বর্তমান [[ইরান]], [[ইরাক]], [[আফগানিস্তান]], [[পাকিস্তান]], [[তাজিকিস্তান]], [[তুর্কমেনিস্তান]], [[উজবেকিস্তান]], [[ভারত]], [[জর্জিয়া]], [[আর্মেনিয়া]], [[আজারবাইজান]], [[রাশিয়া]], [[ওমান]] ও [[পারস্য উপসাগর|পারস্য উপসাগরের]] অঞ্চলকে তার সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন কিন্তু তার সেনাবাহিনী পারস্যের অর্থনীতিতে ধ্বংস ডেকে আনে।<ref name="iranica"/>
 
নাদের তার আদর্শ হিসেবে মধ্য [[এশিয়া|এশিয়ার]] আরো দুজন অন্যতম বিজেতা [[চেঙ্গিস খান]] ও [[তৈমুর লং|তৈমুর লংকে]] অনুসরন করেন। তিনি তাদের সামরিক ক্ষমতা, তাদের রাজত্ব পরিধির ধারা ও পরবর্তীতেপরবর্তীকালে তাদেরমত নিষ্ঠুরও হয়ে উঠেন। তার এই বিজয় তাকে [[মধ্য প্রাচ্য|মধ্য-প্রাচ্যের]] সার্বভৌম ক্ষমতাধর হিসেবে প্রতিষ্ঠা করে কিন্তু ১৭৪৭ সালে তাকে হত্যা করার পরপরই তার সাম্রাজ্য ধ্বংসের দিকে যেতে থাকে। নাদের শাহকে এশিয়ার ইতিহাসের সর্বশেষ মহান সামরিক বিজেতা হিসেবে উল্লেখ করা হয়।<ref>''Cambridge History of Iran'' Vol.7, p.59</ref> তাকে [[উসমানীয় সাম্রাজ্য|উসমানীয়]] ও [[মুঘল সাম্রাজ্য|মুঘল সাম্রাজ্যের]] মাঝেও ইরানের ক্ষমতা পূণ:প্রতিষ্ঠার জন্য কৃতিত্ত্ব দেওয়া হয়ে থাকে।<ref>Vali Nasr, "The Shia Revival: How Conflicts within Islam Will Shape the Future" (New York 2006)</ref><ref>{{Cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/401451/Nadir-Shah |title=Nadir Shah|work=|publisher=Encyclopædia Britannica Online|accessdate=2010-09-24}}</ref><ref>{{Cite book|title=Nadir Shah|last1=Durand|first1=Sir Henry Mortimer|authorlink=|coauthors=|volume=|edition=|year=1908|publisher=A. Constable and co. ltd|location=|isbn=|pages=352|url=http://books.google.com.au/books?id=-qMsAAAAYAAJ&source=gbs_navlinks_s|accessdate=2010-09-24}}</ref>
 
== প্রারম্ভিক জীবন ==
নাদের শাহ দস্তগীর দূর্গনগরে আফছারের কেরেক্লু গোত্রে জন্মগ্রহন করেন।<ref name="histories.cambridge.org"/> তার পিতা এমাম কুলি ছিলেন একজন গবাদিপশু পালক যিনি মাঝে মাঝে উষ্ট্রচালক ও কোটম্যাকার<ref>Axworthy p.17</ref> হিসেবেও কাজ করতেন। নাদের যখন ছোট তখন তার পিতা মৃত্যুবরণ করেন।<ref>Axworthy p.20</ref> কিংবদন্তী অনুসারে নাদের ও তার মাতা উজবেক বা তুর্কী দ্বারা দাস হিসেবে কাজ শুরু করেন কিন্তু নাদের পালাতে সক্ষম হন। তিনি এরপর একটি সৈন্যবাহিনীতে যোগদান করেন ও পরবর্তীতেপরবর্তীকালে এর প্রধান হয়ে উঠেন। আফছার উপজাতীয় গোত্রের সর্দারের পৃষ্ঠপোষকতায় তার পদমর্যাদা বাড়তে শুরু করে ও তিনি ক্ষমতাশালী সামরিক ব্যক্তিত্ত্বে পরিনত হন। নাদের স্থানীয় গোত্রপ্রধান ''বাবা আলী বেগের'' দুই কন্যাকে বিয়ে করেন।<ref name="iranica"/>
 
== তথ্যসূত্র ==