জেমস বন্ড (চরিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৬০ নং লাইন:
 
== গুপ্তচর বিভাগ ==
জেমস বন্ড ব্রিটিশ রাণীর অধীনে কর্মরত একজন সরকারীসরকারি চাকুরীজীবি। প্রধান কর্মকর্তা পদবীধারী হিসেবে প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছেন তিনি।<ref>Ian Fleming, ''Moonraker,'' Ch. 1</ref><ref>Ian Fleming, ''You Only Live Twice,'' Ch. 21</ref> প্রধান কর্মকর্তার পদটি রাজকীয় নৌবাহিনীর [[ক্যাপ্টেন]] পদের সমমর্যাদার অধিকারী।<ref>http://www.dasa.mod.uk/modintranet/UKDS/UKDS2010/c2/table224.php</ref>
 
বন্ড ''ক্যাসিনো রয়েল'' উপন্যাসে সাবেক ''জিরোজিরো-এজেন্ট'' হিসেবে আত্মপ্রকাশ করেছেন। কিন্তু কখন তিনি ''ডাবল ও-এজেন্ট'' হয়েছিলেন, তা বিবৃত হয়নি। তা স্বত্ত্বেও ক্যাসিনো রয়েলের মাধ্যমে জানা যায় যে, ২য় বিশ্বযুদ্ধের সময়; আবার ''গোল্ডফিঙ্গার'' উপন্যাসে তাকে ১৯৫২ সালে ''০০-এজেন্ট'' হিসেবে নিযুক্ত করা হয়েছিল বলে উল্লেখ করা হয়।
৬৬ নং লাইন:
জেমস বন্ড দুইটি কাজের জন্য ''জিরোজিরো''-এজেন্ট মর্যাদার অধিকারী হন যা ''ক্যাসিনো রয়েলে'' বর্ণনা করা হয়েছে।
* প্রথমটি - নিউইয়র্কের রকফেলার সেন্টারের ৩৬তম তলায় একজন [[জাপান|জাপানী]] গুপ্তচরকে হত্যা করেন।
* দ্বিতীয়টি - নরওয়ের ডাবল এজেন্ট যে কি-না দু'জন ব্রিটিশ এজেন্টের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাকে জেমস বন্ড [[স্টকহোম]] ভ্রমণের সময় ধরে ফেলেন ও পরবর্তীতেপরবর্তীকালে ঘুমন্ত অবস্থায় হত্যা করেন।
 
''জেমস বন্ডঃ দি অদরাইজড বায়োগ্রাফী অব ০০৭'' উপন্যাসে পিয়ারসন একজন কিশোরকে প্রথম হত্যা করেছিলেন বলে জানান। বন্ডের জন্য ক্যাসিনো রয়েলে পূর্ব বরাদ্দকৃত কাজগুলো কখনও কখনও উপন্যাসের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। ঐ সময়ে বন্ডকে তার কার্যসম্পাদনের জন্য মন্টে কার্লো, হংকং, জ্যামাইকা ভ্রমণ করতে দেখা যায়। ফ্রম রাশিয়া, উইদ লাভ উপন্যাসের আলোকে ১৯৫৪ সালে সোভিয়েট দলিলপত্রাদিতে তাকে ''কম্প্যানিয়ন অব দি অর্ডার অব সেন্ট মাইকেল এণ্ড সেন্ট জর্জ'' পদকে ভূষিত করা হয়, যা সাধারণত চাকুরী থেকে অবসর গ্রহণের পরই প্রদানযোগ্য। ''দ্য ম্যান উইদ দ্য গোল্ডেন গান'' উপন্যাসে তিনি ''নাইট কমান্ডার'' পদবীতে ভূষিত হবার প্রস্তাবনা প্রত্যাখ্যান করেন। সোভিয়েত গুপ্তঘাতক ফ্রান্সিসকো স্কারামাঙ্গাকে সফলভাবে হত্যা করার পরও তিনি সর্বসাধারণের কাছে প্রকাশিত হতে চাচ্ছিলেন না।
৭৬ নং লাইন:
যে-কাউকে হত্যা করা ছিল তাঁর পেশার একটি অংশ। তিনি কাউকে হত্যা করতে মোটেই পছন্দ করতেন না। হত্যাকাণ্ডের পর তিনি কেন হত্যা করেছেন - এ বিষয়টি যতদ্রুত সম্ভব ভুলে যাবার চেষ্টা করতেন।
 
বন্ডকে নিজের মৃত্যু ভয় থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। বরঞ্চ যদি তিনি ধৃত হবার পরিবেশের দিকে অগ্রসর হতে থাকেন, তাহলে তিনি মরে যেতেই বেশীবেশি পছন্দ করবেন কিংবা এমআই৬ থেকে তাকে দূরে রাখা হবে। তাকে 'ক্যাসিনো রয়েল' উপন্যাসে কোনরূপ জবানবন্দীজবানবন্দি বা কথাবার্তা ছাড়াই অমানুষিক নির্যাতনের মুখোমুখি করানো হয়েছে।
 
'জেমস বন্ডঃ দ্য সিক্রেট ওয়ার্ল্ড অব ০০৭' ছবিতে বলা হয়েছে যে, তিনি একজন জুডুকা বা জুডু খেলায় পারদর্শী। এছাড়াও, বন্ড [[মার্শাল আর্ট]] জানেন। 'ফ্রম রাশিয়া, উইদ লাভ' উপন্যাসের ৪র্থ পরিচ্ছেদে "মৃত্যু পরওয়ানা" জারী করা হয় বন্ডের উপর। এবং প্রথমেই নিশ্চিত করা হয় যে, "জেমস বন্ড জুডুতে পারদর্শী"।