৯০,৪০৭টি
সম্পাদনা
(কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ উইকিউপাত্তে সরানো হয়েছে) |
WikitanvirBot (আলোচনা | অবদান) অ (বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন) |
||
কলেজ চালানোর খরচ ক্রমশ বেড়ে যাওয়ায় ম্যাক ও মার্শম্যান [[ব্যাপ্টিস্ট মিশনারি সোসাইটি|ব্যাপ্টিস্ট মিশনারি সোসাইটিকে]] কলেজের দায়িত নিতে অনুরোধ করেন। সোসাইটি পুরোপুরি সেই অনুরোধ স্বীকার না করলেও একজন ''ধর্মীয় অধ্যাপকের'' খরচ বহন করতে সম্মত হয়।
পরবর্তীকালে জন মার্শম্যান অনিচ্ছাসত্ত্বেও ভারতের
==ইংল্যান্ডে প্রত্যাবর্তন==
১৮৫৫ খ্রিঃ জন মার্শম্যান স্থির করেন ভারত ছেড়ে গেলেই তাঁর মঙ্গল। তিনি এবং ম্যাক আবার ব্যাপ্টিস্ট মিশনারি সোসাইটিকে কলেজের দায়িত্ব নিতে অনুরোধ করেন। তাঁদের অনুরোধ এইবার স্বীকৃত হয়। মার্শম্যান
জন ক্লার্ক মার্শম্যান ভারতের ইতিহাসের একজন ছাত্র ছিলেন এবং তাঁর রচিত বাংলার ইতিহাস অনেক দিন পর্যন্ত ঐ বিষয়ে লেখা একমাত্র বই ছিল। ভারতের ইতিহাসের নানা বিবরণী লেখার কাজেও তিনি জড়িত ছিলেন। তাঁর পড়াশোনার পরিধি ছিল অনেক দূর বিস্তৃত এবং তিনি [[প্রাচ্যবাদ]] সম্পর্কে একজন বিশিষ্ট জ্ঞানী ছিলেন। তাঁর বাবার মতো তিনিও [[চীনা ভাষা]] জানতেন এবং প্রধান প্রধান [[সংস্কৃত ভাষা|সংস্কৃত]] কাব্যগুলিও তাঁর জানা ছিল। [[ফার্সি ভাষা|ফার্সিতেও]] তাঁর আগ্রহ ছিল।
|