কোরিয়ান এয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৪৭ নং লাইন:
কোরিয়ান এ্যায়ার কোরিয়ান সরকার কর্তৃক ১৯৬২ সালে প্রতিষ্ঠালাভ করে যা কিনা তৎকালীন কোরিয়ান ন্যাশনাল এ্যায়ারলাইন্স’কে প্রতিস্থাপন করেছিল, যেটা আবার প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৬ সালে। ১৯৬৯ সালের ১লা মার্চ, হ্যান্জিন ট্রান্সপোর্ট গোষ্ঠী এই বিমান সংস্থাটির নিয়ন্ত্রন হাতে নেয়। বিশাল পরিসরে মাল পরিবহন শুরা হয় ১৯৭১ সালের ২৬ শে এপ্রিল, যার পরবর্তি সময়ে যাত্রী পরিবহন আরম্ভ হয় ১৯শে এপ্রিল লস এঞ্জেলস বিমানবন্দরে সেবা প্রদানের মাধ্যমে।<ref>{{cite web|url=http://www.cleartrip.com/flight-booking/korean-airlines.html |title= Korean Airlines Services |publisher= cleartrip.com|accessdate=2015-09-29}}</ref>
 
একটি নীল-শীর্ষ, সোনালী এবং নতুন করে সজ্জিত পোষাকপোশাক এর সাথে একটি বানিজ্যিক “কোরিয়ান এ্যায়ার” লোগো নিয়ে একটি টাগিউক নকশা আত্মপ্রকাশের মাধ্যমে ১৯৮৪ সালের ১লা মার্চ এটির উদ্ভোদন করা হয় এবং এটার নাম কোরিয়ান এ্যায়ার লাইন থেকে কোরিয়ান এ্যায়ার নামকরন করা হয়। এই নতুন পোষাকটি উদ্ভদোন করা হয় ফকার এফ-২৮এস এ। এটার নকশা করা হয়েছিল কোরিয়ান এ্যায়ার এবং বোয়িং এর মাঝামাঝি। ১৯৯০ সালের দিকে কোরিয়ান এ্যায়ার প্রথম বিমানসংস্থা হিসাবে এমডি-১১ ব্যবহার করে এটার নতুন বহরে যাতে করে তারা বোয়িং ৭৪৭-৪০০ বাহনটিকে প্রতিস্থাপন করতে পারে; যদিও এমডি-১১ টি বিমানব্যবস্থার প্রয়োজনীয় কার্যকারিতা প্রদর্শনে ব্যর্থ হয় এবং পরিশেষে এটাকে যুদ্ধবিমান হিসাবে পরিবর্তন করা হয়। কিছু পুরাতন ৭৪৭ বিমানকেও যুদ্ধবিমান সেবাতে রুপান্তর করা হয়।<ref>[http://www.fundinguniverse.com/company-histories/Korean-Air-Lines-Co-Ltd-Company-History.html ''Korean Air Lines Co., Ltd. History'']. Fundinguniverse.com.</ref>
 
১৯৮০ সালের দিকে কোরিয়ান এ্যায়ারের হেড অফিসের অবস্থান ছিল কেএএল বিল্ডিং নামডাইমুন্নো, জুং-গু [[সিউল]]। ২০০৭ সালের দিকে কোরিযান এ্যায়ার চীনের [[বেইজিং]] অথবা সাংঘাই তে আস্তানা করার জন্য দেনদরবার আরম্ভ করে। ২০০৭ সালে ৫ই জুন কোরিয়ান এ্যায়ার একটি নতুন অল্প খরচের বিমান যার নাম জিন এ্যায়ার তৈরী করে কোরিয়ান কেটিএক্স-উচ্চগতির রেলব্যবস্থা এর সহিত প্রতিযোগিতা করার নিমিত্তে, যা প্রদান করতো স্বল্প খরচ এবং নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য নেয়া ঝাক্কি সমূহ, যা যাত্রিসেবা প্রদান করা আরম্ভ করেছিল ২০০৮ সালের ১৭ই জুলাই। কোরিয়ান এ্যায়ার বর্তমানে ৫ টি হোটেল এর স্বত্তধারন করে দুই্টি কেএএল হোটেল আছে জিহু দ্বীপে, ইনচিওনে হাইয়াট, হাওয়াইতে ওয়াক্কি রিসোর্ট এবং উইলসায়ার গ্রান্ড টাওয়ার নামের একটি নতুন করে সাজরত হোটেল/অফিস যা কিনা হবে আমেরিকার লস এ্যাঞ্জেল্সের সবোর্চ্চ দালান।