অ্যান্টিগুয়া ও বার্বুডা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৯৩ নং লাইন:
স্বাধীনতার পর বার্ড দেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। [[১৯৯৩]] সালে অবসর নেয়ার পূর্ব পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। তার পর প্রধানমন্ত্রী হন বার্ডের ছেলে [[লেস্টার বার্ড]]। রেস্টার বার্ড দেশটির অর্থনৈতিক পরিবর্তনে দক্ষ চালকের ভূমিকা পালন করেন। তবে এর সাথে বার্ড পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসতে থাকে। [[১৯৯০]] সারে একটি আন্তর্জাতিক অস্ত্র চোরাচারানকারী চক্রের সাথে লেস্টার বার্ডের ভাই ''ভার বার্ড জুনিয়রের'' সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। [[১৯৯৬]] সালে আরেক ভাই ''আইভর বার্ড'' [[কোকেইন]] ব্যবসার দায়ে আটক হন। একই সময় লেস্টারের অর্থমন্ত্রীকে অবসর নিতে বাধ্য করা হয়। তার প্রতি অভিযোগ ছিলো যে, তিনি আমদানিকৃত একটি ভিন্টেজ রোল্‌স-রয়েস গাড়ির জন্য রাষ্ট্রকে সম্পূর্ণ রাজস্ব দেন নি। এছাড়া উপকূলবর্তী ব্যাংকসমূহকে পুনর্গঠন করার কথা বরা হয়। দাবী উঠে এই ব্যাংকসমূহে অর্থলগ্নি চলছে। [[১৯৯৭]] সালে অর্থলগ্নির দায়ে ৫ টি রাশিয়ান মালিকানাধীন ব্যাংক বন্ধ করে দেয়া হয়।
 
এধরণের নানা অভিযোগ সত্ত্বেও বার্ডের লেবার পার্টি [[১৯৯৯]] সারে আবার নির্বাচিত হয়। বার্ড মন্ত্রনালয়ে কিছু পরিবর্তন আনেন। এর মধ্যে রয়েছে তার ভাইবার বার্ড জুনিয়র যে [[১৯৯০]] সারেই সরকারীসরকারি দপ্তর থেকে নিষিদ্ধ ঘোষিত হয়েছিলো। [[২০০৪]] সালের নির্বাচনে [[ইউনাইটেড প্রগ্রেসিভ পার্টি]] আইনসবায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এর ফলে এন্টিগুয়া ও বারবুডায় লেবার পার্টির যুগের অবসান হয়। লেস্টার বার্ড হেরে যান এবং ইউপিপি'র [[বাল্ডউইন স্পেন্সার]] নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
 
== রাজনীতি ==
১০৮ নং লাইন:
 
== ভাষা ==
[[ইংরেজি ভাষা]] অ্যান্টিগুয়া এবং বার্বুডার সরকারীসরকারি ভাষা। এখানকার প্রায় সবাই ক্ষুদ্রতর অ্যান্টিল দ্বীপপুঞ্জের সর্বত্র প্রচলিত এক ধরনের ইংরেজি-ভিত্তিক [[ক্রেওল]] ভাষাতে কথা বলেন। সমাজের উঁচু স্তরে অবশ্য আদর্শ ব্রিটিশ ইংরেজি ভাষাই বেশি প্রচলিত। <ref>[http://www.ethnologue.com/show_country.asp?name=AG অ্যান্টিগুয়া এবং বার্বুডার ভাষার উপর এথনোলগ রিপোর্ট]</ref>
 
== সংস্কৃতি ==
১২১ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
* [http://www.ab.gov.ag অ্যান্টিগুয়া এবং বার্বুডার সরকারীসরকারি ওয়েবসাইট]
* {{wikiatlas|Antigua and Barbuda}}
{{উইকিভ্রমণ|Antigua and Barbuda}}