আসাম কৃষি বিশ্ববিদ্যালয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৫৯ নং লাইন:
'''অসম কৃষি বিশ্ববিদ্যালয়''' ({{lang-en|Assam Agricultural University}})[[অসম|অসমের]] যোরহাটে স্থিত উত্তর-পুর্বাঞ্চলের একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়।<ref>http://assam.indiaresults.com/aauassam/</ref> ১৯৬৯ সনে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। অসমে কৃষি শিক্ষা, গবেষনা ও কৃষি সম্প্রসারনে বিশ্ববিদ্যালয়টির অবদান যথেষ্ট। যোরহাটের কৃষি মহাবিদ্যালয় ও অসম পশু চিকিৎসা মহাবিদ্যালয়কে কেন্দ্র করে অসম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়।সম্পূর্ন বিশ্বের মধ্যে কেবল এই বিশ্ববিদ্যালয়টিতে চা-এর প্রযুক্তিবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রদান করা হয়। ৬০০অধিক শিক্ষক, গবেষক ও সম্প্রসারন বিশেযজ্ঞ এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কৃষি ও পশু চিকিৎসা বিষয়ে বিভিন্ন সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ আছেন।
==গবেষনা কেন্দ্র==
অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে অসমের ৬টি কৃষি বিভাগে একটি করে আঞ্চলিক গবেষনাগবেষণা কেন্দ্র রয়েছে:
#তিতাবর- ব্রহ্মপুত্রের উপত্যকা অঞ্চল
#উত্তর লক্ষীমপুর-উত্তর পাড়ের সমতল অঞ্চল