অক্সিতঁ ভাষা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dexbot (আলোচনা | অবদান)
Removing Link FA template (handled by wikidata) - The interwiki article is not featured
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১৮ নং লাইন:
'''উৎসিতা''' (Occitan [utsiˈta]) বা '''অক্সিতঁ''' ({{lang-fr|Occitan}}) [[ফ্রান্স|ফ্রান্সের]] দক্ষিণ তৃতীয়াংশে প্রচলিত একটি [[রোমান্স ভাষা]]। ভাষাটি "অক ভাষা" নামেও পরিচিত (ফরাসি: Langue d'oc ''লঙ্গ্‌দক্‌'', উৎসিতা/অক্সিতাঁ: Lenga d'òc ''লেঙ্গদ়ক্‌'' আ-ধ্ব-ব: [ˈleŋgɔˈðɔ(k)])। ফ্রান্সের প্রায় এক-চতুর্থাংশ জনগণ এই ভাষায় কথা বলেন। [[১১শ শতক]] থেকে [[১৫শ শতক|১৫শ শতকে]] অক্সিতঁ ভাষায় বহু সাহিত্য রচিত হয়। এদের মধ্যে [[ত্রুবাদুর|ত্রুবাদুরদের]] লেখা কবিতাগুলি উল্লেখযোগ্য। এটি তখন বর্তমান এলাকার আরও অনেক উত্তর পর্যন্ত প্রচলিত ছিল। এর আদর্শ সাহিত্যিক উপভাষাটি এই অঞ্চলের বিভিন্ন কথ্য উপভাষার মধ্যে সম্মিলন ঘটিয়েছিল।
 
[[১৪শ শতক|১৪শ শতকে]] উত্তর ফ্রান্স অক্সিতঁভাষী অঞ্চলটির উপর আধিপত্য বিস্তার করলে সাহিত্যিক ভাষাটির গুরুত্ব ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। [[১৯শ শতক|১৯শ শতকে]] কবি [[ফ্রেদেরিক মিস্ত্রাল]] একটি সাহিত্যিক আন্দোলনের নেতৃত্ব দেন যার ফলে অক্সিতঁ ভাষার একটি আধুনিক সাহিত্যিক আদর্শ রূপ প্রতিষ্ঠিত হয়। আঞ্চলিক ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার স্বার্থে [[১৯৯৩]] সালে ফরাসি সরকার সরকারীসরকারি স্কুলগুলিতে অক্সিতঁ ও অন্যান্য স্থানীয় ভাষাগুলি শিক্ষাদান শুরু করে।
 
অক্সিতঁ ভাষার উপভাষাগুলির মধ্যে [[লিমুজাঁ]] এবং [[অভেরনিয়াঁ]] দক্ষিণ-মধ্য ফ্রান্সে, [[লংগদক]] ও [[প্রোভঁসাল]] [[ভূমধ্যসাগর|ভূমধ্যসাগরের]] উপকূলবর্তী এলাকায়, এবং [[গাসকোঁ]] দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে প্রচলিত। এই অঞ্চলগুলি [[রোমান সাম্রাজ্য|রোমান সেনারা]] ফ্রান্সের অন্যান্য এলাকাগুলির আগে দখল করেছিল। ফলে রোমানদের [[লাতিন ভাষা]]-প্রভাবিত মুখের ভাষাগুলি উত্তর ফ্রান্সের ফ্রাঙ্কীয় ও অন্যান্য জার্মান হানাদারদের ভাষার প্রভাব থেকে অনেকাংশেই মুক্ত ছিল। বর্তমানে অক্সিতঁ ভাষার উপর [[ফরাসি ভাষা|ফরাসি ভাষার]] প্রভাব গভীর হলেও এখনও এর গঠন [[স্পেনীয় ভাষা|স্পেনীয়]] ও [[কাতালান ভাষা|কাতালান ভাষার]] মতই।