ব্রায়ান স্ট্যাদাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
CAPTAIN RAJU (আলোচনা | অবদান)
{{উৎসহীন}} ট্যাগ যোগ করা হয়েছে (টুইং)
CAPTAIN RAJU (আলোচনা | অবদান)
+
৭২ নং লাইন:
 
'''জন ব্রায়ান জর্জ স্ট্যাদাম''', সিবিই (জন্ম: ১৭ জুন, ১৯৩০ - মৃত্যু: ১০ জুন, ২০০০) [[ম্যানচেস্টার|ম্যানচেস্টারের]] গর্টন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত [[ইংরেজ]] ফাস্ট [[বোলিং|বোলার]] ছিলেন। তাঁকে বিংশ শতকে [[ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেটের]] ইতিহাসে অন্যতম শীর্ষস্থানীয় ফাস্ট বোলাররূপে গণ্য করা হয়। বলকে প্রকৃতভাবে দ্রুততর করতে পর্যাপ্ত গতি আনয়ণে সক্ষমতা দেখাতে পারঙ্গমতার পরিচয়ে তাঁর ভূমিকা ছিল অতুলনীয়। নতুন কিংবা পুরনো বলকে নিখুঁতভাবে সঠিক নিশানায় ফেলতেন তিনি। তাঁর এ ধারা কাউন্টি চ্যাম্পিয়নশীপে ল্যাঙ্কাশায়ার ও [[টেস্ট ক্রিকেট|টেস্ট ক্রিকেটে]] ইংল্যান্ডের পক্ষে বহমান ছিল। তাঁর অবিশ্বাস্য স্ট্রাইক করার ক্ষিপ্রময়তার কারণে বিংশ শতকে বিশেষ করে ১৯৫০ ও ১৯৬০-এর দশকে ইংল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণ গড়ে উঠেছিল। ১৯৬২-৬৩ মৌসুমে অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত চতুর্থ টেস্টে অ্যালেক বেডসারের গড়া ২৩৬ টেস্ট উইকেট প্রাপ্তির রেকর্ড অতিক্রম করেন। ২৪.২৭ গড়ে তাঁর গড়া ২৪২ টেস্ট উইকেটের রেকর্ডটি দুই মাস পর নতুন বলের বোলিং অংশীদার স্বদেশী ফ্রেড ট্রুম্যান [[নিউজিল্যান্ড]] সফরে ভেঙ্গে ফেলেন। স্ট্যাদাম তাঁর সমগ্র খেলোয়াড়ী জীবনে ২৪.৮৪ গড়ে ২৫২ টেস্ট উইকেট পেয়েছিলেন।
 
== তথ্যসূত্র ==
{{Reflist}}