শ্রাবস্তী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বানান/ব্যাকরণ সংশোধন
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{সূত্র উন্নতি|date=এপ্রিল ২০১৬}}
'''শ্রাবস্তী''' ([[পালি]]: '''{{IAST|Sāvatthī}}''') হচ্ছে কোশল রাজ্যের এক সমৃদ্ধশালী নগরী। প্রাচীন [[ভারত|ভারতের]] রাজনৈতিক ইতিহাসের শুরু খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। এর আগেও যে প্রাচীন ভারতে রাজনৈতিক ইতিহাস ছিল না তা নয়, তবে সেই ইতিবৃত্তটি আজও তেমন স্পষ্ট নয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দিকে প্রাচীন ভারতে ষোলোটি স্থানীয় রাজ্য গড়ে উঠেছিল। এই রাজ্যগুলির নাম বৌদ্ধগ্রন্থ ''অঙ্গুত্তর নিকয়'' তে পাওয়া যায়। বৌদ্ধসাহিত্যে এই রাজ্যগুলিকে ''ষোড়শ মহাজনপদ'' বলে অবহিত করা হয়েছে। এই ষোড়শ মহাজনপদগুলি হল: ''কাশী, কোশল, অঙ্গ, মগধ, বজ্জি, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস, সুরসেনা, অস্মক, অবন্তী, গান্ধার'' এবং ''কম্বোজ''। <ref>An Advanced History of India<br><small>''R. C. Majumdar, H. C. Raychaudhuri, Kalikinkar Datta''</small></ref> গঙ্গার উত্তরে ছিল কোশল রাজ্য। এই রাজ্যেরই এক সমৃদ্ধশালী নগরী ছিল শ্রাবস্তী।
 
==পরিচয়==