উইকিপিডিয়া:ব্যবহারকারী পরীক্ষক অধিকারের আবেদন/Wikitanvir: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২০ নং লাইন:
<!-- এখানে প্রশ্ন লিখুন -->
* প্রিয় তানভির ভাই, ব্যবহারকারী পরীক্ষক আবেদনের জন্য ধন্যবাদ। আপনি ইতিমধ্যেই স্টুয়ার্ড থাকাকালীন অবস্থায় চেকইউজার টুলটি ব্যবহার করেছেন সুতরাং আমার এমনিতে কোন প্রশ্ন নেই কিন্তু আপনি জানেন, চেকইউজার তথ্য পর্যালোচনা প্রায়ই অনেক সময় সাপেক্ষ ব্যপার হয়ে দাঁড়ায়, জটিলগুলোর ক্ষেত্রে ঘন্টাও লেগে যেতে পারে। সুতরাং আমার প্রশ্ন হলো, আপনি আপনার নিয়মিত প্রশাসক কার্যক্রমের বাইরে সে সময়টুকু দিতে পারবেন কিনা বা আপনার অন্যান্য কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে কিনা? প্রশ্নটি করার পিছনে কারণ হলো, আপনি মাঝে বেশ কিছুদিন নিষ্ক্রিয় ছিলেন। ধন্যবাদ।--'''<span style="text-shadow:7px 7px 8px Black;">[[User:NahidSultan|<font face="Papyrus">যুদ্ধমন্ত্রী</font>]] <sup>[[User talk:NahidSultan#top|<font face="Papyrus">আলাপ</font>]]</sup></span>''' ০৯:৩৯, ১৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
:: ধন্যবাদ নাহিদ ভাই, প্রশ্নটি করার জন্য। আমি বেশ কিছুদিন নিষ্ক্রিয় ছিলাম কথাটি সত্যি এবং মূলত গত ডিসেম্বর থেকে আমার সক্রিয়তা বাড়ে। তারপর থেকে আমি আস্তে আস্তে বাংলা উইকিপিডিয়াসহ সবখানেই কমবেশি খোঁজখবর রাখছি, সক্রিয়তা বাড়ানোর চেষ্টা করছি যা আপনার অজানা নয়। আমি মনে করি বাংলা উইকিপিডিয়ায় চেকইউজারদের কাজের চাপ এ মুহুর্তে বেশি হবে না তাই প্রয়োজনীয় সময়টুকু আমি নিয়মিত-ই দিতে পারবো। আর এটা সত্যি যে কিছু কিছু চেকইউজার কেস যথেেষ্ট সময়সাপেক্ষ হতে পারে সেক্ষেত্রেও আমি মনে করি প্রয়োজনীয় সময় আমি দিতে পারবো যদি না একেবারেই এড়ানো সম্ভব নয় এমন কোনো চলে না আসে। আর আমার অন্যান্য প্রশাসনিক কাজ অনেকটাই রুটিন ও কিছু ক্ষেত্রে স্বয়ংক্রিয়ও বটে। তাই আমি মনে করি না প্রশাসনিক কাজের চাপ এক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে। আর প্রতিদিনকার প্রশাসনিক কাজের (ধ্বংসপ্রবণ পাতা অপসারণ, নিবন্ধ অপসারণ প্রস্তাবনা, ইত্যাদি) জন্য আমাদের যথেষ্ট প্রশাসক রয়েছেন তাই যদি আমি কাজের চাপের ক্রান্তিলগ্নে সেখান থেকে মাঝে মাঝে নিজেকে সরিয়ে নিয়ে সময় বাঁচাই তাতেও বাংলা উইকিপিডিয়ার সমস্যা হওয়ার কথা নয়। &mdash; [[ব্যবহারকারী:Wikitanvir|তানভির]] &bull; ১০:৫৭, ১৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
*সন্দেহাতীতভাবেই উইকিতে দীর্ঘদিনের অভিজ্ঞতালদ্ধ জ্ঞানের অধিকারী ও পরীক্ষিত ব্যবহারকারী হিসেবে আপনার সম্যক পরিচিতি রয়েছে! 'ব্যবহারকারী পরীক্ষক' সরঞ্জামের যথোচিত ব্যবহারে বাংলা উইকি'র ন্যায় ছোট্ট উইকি সম্প্রসারণ/বিকাশে ভবিষ্যতে কতটুকু প্রভাব রাখবে বলে ধারণা করেন? এ অধিকারলাভ পরবর্তীকালে সময়কে কিভাবে মূল্যায়িত করবেন? - [[ব্যবহারকারী:Suvray|Suvray]] ([[ব্যবহারকারী আলাপ:Suvray|আলাপ]]) ১৭:৪৮, ১৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
 
* সন্দেহাতীতভাবেই উইকিতে দীর্ঘদিনের অভিজ্ঞতালদ্ধ জ্ঞানের অধিকারী ও পরীক্ষিত ব্যবহারকারী হিসেবে আপনার সম্যক পরিচিতি রয়েছে! 'ব্যবহারকারী পরীক্ষক' সরঞ্জামের যথোচিত ব্যবহারে বাংলা উইকি'র ন্যায় ছোট্ট উইকি সম্প্রসারণ/বিকাশে ভবিষ্যতে কতটুকু প্রভাব রাখবে বলে ধারণা করেন? এ অধিকারলাভ পরবর্তীকালে সময়কে কিভাবে মূল্যায়িত করবেন? - [[ব্যবহারকারী:Suvray|Suvray]] ([[ব্যবহারকারী আলাপ:Suvray|আলাপ]]) ১৭:৪৮, ১৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
:: আমি মনে করি ব্যবহারকারী পরীক্ষক আসাতে বাংলা উইকিপিডিয়ার বিকাশ সেভাবে ঘটবে না বরং আমাদের উইকিপিডিয়া যথেষ্ট বিকশিত হয়েছে বলেই আজ ব্যবহারকারী পরীক্ষকের প্রয়োজন পড়ছে। ব্যবহারকারী পরীক্ষকের মূল কাজটি হচ্ছে ধ্বংসপ্রবণকারীদের দলগতভাবে চিহ্নিত করা ও তাদের দলগত প্রচেষ্টা রুখে দেওয়া। এদের প্রচেষ্টা বাংলা উইকিপিডিয়ার কন্টেন্টে যেমন ভূমিকা রাখতে পারে তেমনি নতুন বা কোনো ব্যবহারকারীদের অনুৎসাহিত করতেও। এজন্য-ই ব্যবহারকারী পরীক্ষকরা সুনির্দিষ্ট আবেদনের প্রেক্ষিতে তাদের কারিগরী সুবিধাটি প্রয়োগ করবেন। এ অধিকার লাভের পরবর্তী সময়কে আমি মূলত এভাবেই দেখি। এছাড়া নিকট ভবিষ্যতে আমি চাইবো আমাদের (অনলাইন ও অফলাইন) সকল প্রচেষ্টার ফলে বাংলা উইকিপিডিয়া বিশ্বের অন্যতম বড় উইকিপিডিয়ায় পরিণত হবে, বিশেষ করে বাংলা ভাষায় সবচেয়ে বড়, নির্ভরশীল, ও প্রভাবশালী তথ্যভাণ্ডারের পরিণত হবে। সেক্ষেত্রে আরও বেশি ভালো অবদানকারীর পাশাপাশি নেতিবাচক চিন্তাধারার সম্পাদকরাও আসবেন যখন তাদের কাজ প্রতিহত করতে আমাদের ওভারসাইটারসহ অন্যান্য অনেক কারিগরী সুবিধার প্রয়োজন হবে। &mdash; [[ব্যবহারকারী:Wikitanvir|তানভির]] &bull; ১০:৫৭, ১৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
 
==== সমর্থন ====