দ্য টেমপেস্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dexbot (আলোচনা | অবদান)
Removing Link GA template (handled by wikidata)
Racconish (আলোচনা | অবদান)
img
১ নং লাইন:
[[চিত্র:George Romney - William Shakespeare - The Tempest Act I, Scene 1.jpg|thumb|350px|''দ্য টেমপেস্ট''-এর ১ম অঙ্কের ১ম দৃশ্যের জাহাজডুবির চিত্র। ১৭৯৭ সালে ইংরেজ চিত্রশিল্পী জর্জ রমনির আঁকা চিত্র।]]
[[File:The Tempest (1908).webm|thumb|thumbtime=1|''The Tempest'' (1908)]]
'''''দ্য টেমপেস্ট''''' ({{lang-en|''The Tempest'' — উচ্চারণ: ''দা টেম্‌পেস্ট''}}) হচ্ছে ইংরেজ নাট্যকার [[উইলিয়াম শেকসপিয়র|উইলিয়াম শেকসপিয়রের]] রচিত একটি নাটক। ১৬১০ থেকে ১৬১১ সালের দিকে এটি রচিত হয়েছিলো বলে জানা যায়,<ref>Vaughan and Vaughan (1999: 1).</ref> যদিও কিছু গবেষকের মতে রচনার সালটি এরও আগে।<ref>Hunter; Elze (1874); Stritmatter and Kositsky (2007).</ref> নাটকে দেখা যায়, মিলানের ডিউক [[প্রসপ্যারো]], তার বিশ্বাসঘাতক ভাই অ্যান্টনিওর দ্বারা সিংহাসনচ্যুত হয়। আর এ কাজে অ্যান্টনিওকে সাহায্য করে নেপল্‌সের রাজা আলোন্সো। প্রসপ্যারো তার কন্যা [[মিরান্ডা (দ্য টেমপেস্ট)|মিরান্ডাকে]] নিয়ে একছি ছোট নৌকায় করে চলে যেতে বাধ্য হয়, এবং মানবসভ্যতা থেকে দূরে এক ছোট দ্বীপে আশ্রয় নেয়। দ্বীপে প্রসপ্যারো যে দুজন অধিবাসীকে খুঁজে পায় তারা হচ্ছে একটি সৎ আত্মা [[এরিয়েল (দ্য টেমপেস্ট)|এরিয়েল]] ও [[ক্যালিবান]]। সেই দ্বীপে আগে [[সাইকোরাক্স]] নামের এক ডাইনী বাস করতো, যে প্রসপ্যারোর দ্বীপে আসার পূর্বেই মারা যায়। সে এরিয়েলকে একটি গাছের ভেতর বন্দী করে রেখেছিলো। প্রসপ্যারো এসে এরিয়েলকে মুক্ত করে, আর এজন্য এরিয়েল প্রসপ্যারোর অনুগত ভৃত্যে পরিণত হয়। পরবর্তী ১২ বছর ধরে প্রসপ্যারো জাদুবিদ্যা অনুশীলন করে, এবং শেষ পর্যন্ত ঝড়ের মাধ্যমে অ্যান্টোনিও, আলোন্সোকে দ্বীপের উপকূলে এনে জড়ো করে। সম্পূর্ণ নাটকটিই ঐ দ্বীপকে কেন্দ্র করে পরিচালিত হয়, যেখানে এরিয়েল ও ক্যালিবান প্রসপ্যারোর কাজ বাস্তবায়নে সহায়তা করে।
 
== তথ্যসূত্র ==