অক্তাবিও পাজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১৬ নং লাইন:
}}
 
'''ওক্তাবিও পাজ লোজানো''' ([[৩১ মার্চ]], [[১৯১৪]] – [[১৯ এপ্রিল]], [[১৯৯৮]]) ছিলেন একজন মেক্সিকান কবি, লেখক, ও কূটনীতিবিদ। তার অসামান্য কাজের জন্য তিনি ১৯৮১ সালে মিগুয়েল ডি সার্ভেন্তেস পুরষ্কার, ১৯৮২ সালে নিওয়েসড্যাট ইন্টারন্যাশনাল প্রাইজ ফর লিটারেচার ও ১৯৯০ সালে [[সাহিত্যে নোবেল পুরস্কার]] লাভ করেন। বিংশ শতাব্দীর লাতিন আমেরিকান সাহিত্যের তিনি অন্যতম পুরোধা।
== প্রারম্ভিক জীবন ও লেখালেখি ==
পাজের জন্ম হয় ওক্তাবিও পাজ সলোরজানো ও জোসেফিনা লোজানো দম্পতির ঘরে। তার বাবা তৎকালীন ডায়াজ শাসনতন্ত্রের বিরোধী বিপ্লবের সক্রিয় সমর্থক ছিলেন। মিক্সিকোয়াক নামক গ্রামে মা জোসেফিনা, খালা এমেলিয়া পাজ ও দাদা ইরিনিও পাজের তত্ত্বাবধানে ওক্তাবিও পাজ বেড়ে ওঠেন। তার দাদা ছিলেন একজন স্বাধীনচেতা বুদ্ধিজীবী, ঔপন্যাসিক ও প্রকাশক। তার আরেকটি উল্লেখযোগ্য পরিচয় হল তিনি এককালে প্রেসিডেন্ট পোরফিরিও ডায়াজের সমর্থক ছিলেন। পাজের পরিবার মেক্সিকান বিপ্লবের নেতা এমিলিয়ানো জাপাতার প্রকাশ্য সমর্থক ছিলেন। জাপাতা নিহত হওয়ার পর পাজের পরিবার [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রে]] নির্বাসনে যেতে বাধ্য হয়।
৩৯ নং লাইন:
 
== সৃষ্টিকর্ম ==
ওক্তাবিও পাজ ছিলেন বহুপ্রজ লেখক ও কবি। তার সৃষ্টিকর্মগুলোর অধিকাংশই পৃথিবীর অনেক ভাষায় অনূদিত হয়েছে। উদাহরণস্বরূপ, তার কবিতা ইংরেজী ভাষায় অনুবাদ করেছেন স্যামুয়েল ব্যাকেট, চার্লস টমলিসন, এলিজাবেথ বিশপ, মুরিএল রুকেসার এবং মার্ক স্ট্র্যান্ড।
দিককার কবিতা [[মার্ক্সবাদ]], পরাবাস্তবতা ও অস্বিত্ববাদী দর্শন দিয়ে প্রভাবিত ছিল। কিছুকিছু ধর্ম, যেমন [[হিন্দু ধর্ম]] ও [[বৌদ্ধ ধর্ম|বৌদ্ধ ধর্মের]] দর্শনও তার প্রথম দিককার কবিতায় প্রভাব বিস্তার করেছিল। তার লেখা "সূর্যপাথর" কবিতাটিকে পরাবাস্তবতাবাদী কবিতার একটি উল্ল্যেখযোগ্য উদাহরণ হিসেবে তার নোবেল পুরস্কার প্রাপ্তির অনুষ্ঠানে প্রশংসিত হয়। তার পরবর্তী সময়ের কবিতার প্রধান উপজীব্য ছিল ভালবাসা ও কাম, সময়ের প্রকৃতি ও বৌদ্ধিক দর্শন। আধুনিক চিত্রকলার প্রতি পাজের অনুরাগ ছিল, যা নিয়ে তার কিছু কবিতা দেখা যায়। তিনি তার বেশকিছু কবিতা বালথুস, জ়োয়ান মাইরো, মার্সেল ডাচহ্যাম্প, এন্টোনি টাপিএস, রবার্ট রাশ্চেনবার্গ এবং রবার্টো মারিও প্রমুখের সৃষ্টিকর্মের প্রতি উৎসর্গ করেন।
 
৫৫ নং লাইন:
 
== রাজনৈতিক চিন্তা ==
স্প্যানিশ গৃহযুদ্ধের সময় পাজ রিপাবলিকানদের সাথে তার সংহতি প্রকাশ করেন, কিন্তু রিপাবলিকান কর্তৃক তার এক সহযোদ্ধার খুনের ঘটনা জানার পরে রিপাবলিকানদের প্রতি তার ক্রমশ মোহভঙ্গ হয়। ১৯৫০ দশকের শুরুর দিকে ডেভিড রোসেট, আর্দ্রে ব্রীটন এবং আলবেয়ার কামু প্রমুখের চিন্তা দ্বারা প্রভাবিত হয়ে সামগ্রিক রাষ্ট্রব্যবস্থার প্রতি, বিশেষ করে জোসেফ স্তালিনের বিরুদ্ধে তার সমালোচনামুখর দৃষ্টিভঙ্গি প্রকাশিত হতে থাকে।
''প্লুরাল'' ও ''বুলেতা'' ম্যাগাজিনে সাম্যবাদী ও সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় মানবাধিকার লংঘনের চিত্র তুলে ধরেন। এর ফলে লাতিন আমেরিকার বামপন্থী রাজনৈতিক অংশের কাছে শত্রু বলে গন্য হন। পাজ কমিউনিস্ট মতবাদ পরিত্যাগ করার পরে বহু মেক্সিকান বুদ্ধিজীবী তার সাথে তীব্র ও প্রকাশ্য শত্রুতা শুরু করেন। তবে, পাজ সবসময়ই নিজেকে বামপন্থী চেতনার ধারক বলেই মনে করতেন। তিনি ছিলেন গণতান্ত্রিক বামপন্থী ভাবধারক, গোড়া মতবাদধারী ও আধিপত্যবাদী ভাবধারার বাম নন।
তার ''দি বো এন্ড লায়ার'' কবিতায় কবিতা ও সমাজের তথা রাজনীতির যৌথবাস ফুটে উঠেছে এভাবেই -
৬১ নং লাইন:
''কবিতা ছাড়া কোন সমাজ থাকতে পারে না। কিন্তু সমাজকে কবিতা হিসেবে বোঝা যাবে না। সমাজ কাব্যিক নয়। কখনো কখনো "সমাজ" ও "কবিতা" এ দুটো পদ এক অপরকে ভেঙে দেয়ার চেষ্টা করে। কিন্তু তারা পারে না। ''
 
১৯৯০ খ্রিস্টাব্দে বার্লিন দেয়ালের পতনের পর পাজ ও তার ''বুলেতা'' ম্যাগাজিনের সহকর্মীরা কমিউনিজমের পতনের উপর আলোচনার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের বুদ্ধিজীবী ও লেখকদেরকে মেক্সিকো সিটিতে আমন্ত্রণ জানান। সেই সম্মেলন ২৭ আগষ্ট থেকে ২ সেপ্টেমর পর্যন্ত মেক্সিকোর টেলিভিশনে সম্প্রচার করা হয়।
== আরও পড়ুন ==
'''ইংরেজি'''
১২৫ নং লাইন:
* Polaridad-unidad, caminos hacia Octavio Paz / Margarita Murillo González., 1987
* La cabeza rota : la poética de Octavio Paz / Jorge Arturo Ojeda., 1983
* El arte combinatoria en los poemas de Octavio Paz." '''''El Nacional'''''. Caracas./ Consuelo Hernández. September 25. 1982
* Signos en rotación, una teoría poética." '''''El Nacional'''''. Caracas,/Consuelo Hernández. October 2, 1982.
* Octavio Paz / Pere Gimferrer., 1982
* ''Surrealismo en la poesía de Xavier Villaurrutia, Octavio Paz, y Luis Cernuda. (México 1926-1963)'' / Olivia Maciel Edelman., 2008
১৫৬ নং লাইন:
* Xavier Villaurrutia Award
* হার্ভাড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট
* মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি প্রদত্ব সম্মানসূচক ডক্টরেট
<!---seriously?--->
 
১৬৮ নং লাইন:
* [http://nobelprize.org/literature/laureates/1990/paz-lecture-e.html Nobel lecture]
* [http://www.angelfire.com/ar2/libros/Pazsobrears.html Octavio Paz: "La verdad contra el compromiso"] {{es icon}}
* [http://www.octaviopaz.org/ Octavio Paz Society] {{es icon}}
* [http://www.kirjasto.sci.fi/opaz.htm Pegasos biography]
* [http://www.literalmagazine.com/es/archive-L07.php Polemical Paz] by Maarten Van Delden
১৭৯ নং লাইন:
 
<!-- Metadata: see [[Wikipedia:Persondata]] -->
{{stub}}
 
[[বিষয়শ্রেণী:মেক্সিকান প্রাবন্ধিক]]
১৯৭ ⟶ ১৯৮ নং লাইন:
[[বিষয়শ্রেণী:১৯৯৮-এ মৃত্যু]]
[[বিষয়শ্রেণী:নেউস্তাদ আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার প্রাপক]]
 
 
{{stub}}