সাংস্কৃতিক বিপ্লব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Lazy-restless (আলোচনা | অবদান)
Hasanjamil71 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২৯ নং লাইন:
== ইতিহাস ==
মাওয়ের সমর্থক ও [[দেং জিয়াওপিং|দেং জিয়াওপিংয়ের]] সমর্থকের কারণে কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়ে যায়। চীনের তরুণদের সমর্থন লাভের উদ্দেশ্যে ‘লিটল রেড বুক’ নামে মাওয়ের বক্তব্যমালা প্রকাশ করেন।<ref name=chaos /> তরুণদেরকে নিয়ে গঠিত রেড গার্ডও জনপ্রিয়তা পায়। তারা মাওয়ের বক্তব্যগুলোকে সর্বত্র প্রচার করতে থাকেন। এছাড়াও তারা মাওয়ের বিরুদ্ধবাদীদের মারধর করতে থাকে ও বাড়ী-ঘর, যাদুঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়।<ref>[http://library.thinkquest.org/26469/cultural-revolution/redguards.html Red Guards.] ThinkQuest. Retrieved on 2009-9-12</ref> অনেক জায়গাতেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে ও চীনে অরাজক পরিবেশের সৃষ্টি হয়।<ref name=chaos/> বিপ্লবকালীন সময়ে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি চীনে জোরপূর্বক অবস্থান করতে বাধ্য হন। তন্মধ্যে রাষ্ট্রপ্রধান লিও শাওকি, চীনের কমিউনিস্ট পার্টির মহাসচিব দেং জিয়াওপিং অন্যতম।<ref>{{cite |url=http://www.nytimes.com/learning/general/onthisday/bday/1226.html |title=Mao Tse-Tung: Father of Chinese Revolution |last=Butterfield |first=Fox |date = 1976-9-10 |accessdate =2009-9-12}}</ref>
 
== উদ্দেশ্য ==
 
সাংস্কৃতিক বিপ্লবের উদ্দেশ্য হল একটি সমাজতান্ত্রিক ও সাম্যবাদী সংস্কৃতির জন্ম দেয়া, প্রাচীন পুঁজিবাদী ও সামন্তীয় সংস্কৃতির বিলোপ সাধন করে সমগ্র সমাজে জ্ঞান ভিত্তিক বুদ্ধি বৃত্তির জাগরণ সৃষ্টি করা।<ref>আনুপ সাদি; ''সমাজতন্ত্র''; [[ভাষাপ্রকাশ]] [[ঢাকা]]; পৃষ্ঠা-৬১।</ref> টেকসই সমাজতান্ত্রিক সাম্যবাদী সমাজ বিনির্মাণে সাংস্কৃতিক বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই তত্ত্বটি ভি আই লেনিনের, এটিকে সমাজতান্ত্র বিনির্মাণে এক আবশ্যিক অঙ্গ হিশেবে মূল্যায়ন করেন। সোভিয়েতে সাংস্কৃতিক বিপ্লব তেমন অগ্রসর না হলেও পরবর্তীতে চীনে বাস্তবায়নের চেষ্টা করা হয়।
 
== প্রভাব ==