আর্নেস্ট ওয়াল্টন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বানান
১ নং লাইন:
'''আর্নেস্ট টমাস সিন্টন ওয়াল্টন''' ([[অক্টোবর ৬]], [[১৯০৩]] - [[জুন ২৫]], [[১৯৯৫]]) একজন [[আয়ারল্যান্ড|আইরিশ]] পদার্থবিজ্ঞানী। তিনি [[১৯৫১]] খ্রিস্টাব্দে [[জন ডগলাস কক্‌ক্রফ্‌ট|জন ডগলাস কক্‌ক্রফ্‌টের]] সাথে যৌথভাবে [[পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার]] লাভ করেন। ওয়াল্টন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র আইরিশ। তার নোবেল পুরস্কার প্রাপ্তির কারণ ছিল, "''কৃত্রিমভাবে ত্বরিত পারমানবিক কণার মাধ্যমে পরমাণুর কেন্দ্রভাগের ট্রান্সমিউটেশন নিয়ে গবেষণা''"।
 
ওয়াল্টনের জন্ম আয়ারল্যান্ডের কান্ট্রি ওয়াটারফোর্ডের ডাংগারভানে। তেদেরতাদের বাড়ির নাম এপওয়ার্থ কটেজ যা অ্যাবিসাইডের স্ট্রান্ডসাইড সাউথে অবস্থিত। তার বাবা রেভারেন্ড [[জন ওয়াল্টন]] (১৮৭৪ - ১৯৩৬) একজন মেথডিস্ট মন্ত্রী ছিলেন। তার মা'র নাম আনা সিন্টন (১৮৭৪ - ১৯০৬)।
 
==গবেষণা কর্ম==
[[জন ডগলাস কক্‌ক্রফ্‌ট]] এবং আর্নেস্ট ওয়াল্টনই সর্বপ্রথম পরমাণুর কেন্দ্রীনের বিস্তৃত গঠন ব্যাখ্যা করেন। [[১৯২০]] এবং [[১৯৩০]]-এর দশকে তারা [[লর্ড রাদারফোর্ড|লর্ড রাদারফোর্ডের]] সাথে কেমব্রিজে অবস্থিত [[ক্যাভেন্ডিশ গবেষণাগার|ক্যাভেন্ডিশ গবেষণাগারে]] বেশ কিছু পরীক্ষা চালান।
 
==বহিঃসংযোগ==