মূল মধ্যরেখা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shuaib Anik (আলোচনা | অবদান)
পরিমার্জন
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১ নং লাইন:
{{Location map-line|lon=0}}
'''মূল মধ্যরেখা''' হলো [[ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবস্থা|ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবস্থার]] একটি মধ্যরেখা ([[দ্রাঘিমাংশ|দ্রাঘিমাংশের]] একটি রেখা), যাকে ০° দ্রাঘিমাংশ হিসেবে বিবেচনা করা হয়। মূল মধ্যরেখা এবং তার বিপরীত মধ্যরেখা ([[ডিগ্রী (কোণ)|৩৬০°-পদ্ধতিতে]] ১৮০ তম মধ্যরেখা) মিলিতভাবে একটি মহাবৃত্ত গঠন করে। এই মহাবৃত্ত পৃথিবীকে দুটি গোলার্ধে বিভক্ত করে। মধ্যরেখা গুলোর অবস্থান মূল মধ্যরেখার সাপেক্ষে বিবেচনা করা হলে তাদের অবস্থানের ভিত্তিতে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ এই দুভাগে ভাগ করা যায়।
[[File:Atlas Cosmographicae (Mercator) 033.jpg|thumb|right|[[গ্যারারডাস মার্কেটর]] ১৫৯৫ সালে তার ''অ্যাটলাস কসমোগ্রাফিকায়'' ২৫° পশ্চিম মধ্যরেখার নিকটবর্তী কোন স্থানে মূল মধ্যরেখা ব্যবহার করেছেন, এটি [[আটলান্টিক]] মহাসাগরের সান্তা মারিয়া দ্বীপের নিকট দিয়ে গমন করে। তিনি ১৮০° মধ্যরেখাটি [[বেরিং প্রণালী|বেরিং প্রণালীর]] উপর দিয়ে অংকনঅঙ্কন করেছেন।]]
 
মূল মধ্যরেখা ইচ্ছাস্বাধীন ভাবে নির্বাচন করা হয়, এটি [[নিরক্ষ রেখা|নিরক্ষরেখার]] মতো নয়। নিরক্ষরেখা মূলত অক্ষের আবর্তনের ভিত্তিতে নির্ধারণ করা হয় হয়।<ref>[http://www.geog.port.ac.uk/webmap/hantsmap/hantsmap/meridian.htm Prime Meridian], geog.port.ac.uk</ref>