বিশ্ব পর্যটন সংস্থা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
"Logo_of_the_World_Tourism_Organization.jpg" সরানো হয়েছে, কমন্স হতে INeverCry এটি মুছে ফেলেছেন কারণ: Per [[:c:Commons:Deletion requests/File:Logo of the World
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
২০ নং লাইন:
[[২য় বিশ্বযুদ্ধ|২য় বিশ্বযুদ্ধের]] পরিসমাপ্তির পর বিভিন্ন ধরনের [[অর্থনীতি|অর্থনৈতিক]] কর্মকাণ্ডের সম্প্রসারণের ফলশ্রুতিতে বিশ্বব্যাপী পর্যটন ব্যবসার প্রসার ঘটে। এ অবস্থায় পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ ও ভোক্তা শ্রেণীর সমন্বয়ে গড়ে ওঠে [[আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক সংস্থা]] বা [[আইইউওটিও]]। এ সংস্থাটি বিশ্বব্যাপী পর্যটন ব্যবস্থার উন্নয়ন ও প্রসারের মাধ্যমে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব আয়ে বিশেষ অবদান রাখার প্রেক্ষিতে পরবর্তীকালে জাতিসংঘের একটি বিশেষায়িত প্রতিষ্ঠানরূপে যুক্ত হয়। সংস্থাটির কার্যক্রম আরো জোরদার করার লক্ষ্যে জাতিসংঘের বাৎসরিক সম্মেলনের সময় এই সংস্থার সদস্যভূক্ত দেশগুলো বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা-পর্যালোচনার মাধ্যমে করণীয় ঠিক করার মাধ্যমে বিশেষ অবদান রেখে যাচ্ছিল।
 
১৯৭০ সালের ২৭ সেপ্টেম্বর তারিখে সংস্থাটির বার্ষিক সম্মেলনে এর নাম, লক্ষ্য, উদ্দেশ্য পুণঃমূল্যায়ণ ও নির্ধারণ করা হয় এবং তখন থেকে এটি "বিশ্ব পর্যটন সংস্থা" নামে চিহ্নিত করার বিষয়ে সদস্যদের মধ্যে ঐক্যমতঐকমত্য প্রতিষ্ঠিত হয়, যার কার্যক্রম নতুন নামে ১৯৭৪ সাল থেকে শুরু হয়। ১৯৮০ সালের বার্ষিক সম্মেলনে, এই সংস্থার গঠনের দিবসে অর্থাৎ ২৭ সেপ্টেম্বর তারিখে বিশ্বব্যাপী [[বিশ্ব পর্যটন দিবস|পর্যটন দিবস]] পালনের বিষয়ে ঐক্যমতঐকমত্য প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে [[১৯৯৭]] সালে [[তুরস্ক|তুরস্কে]] অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে এতে একটি স্বাগতিক দেশ নির্বাচনের মাধ্যমে ''বিশ্ব পর্যটন দিবস'' পালনের কার্যক্রমে আরো গতিশীলতা আনয়ণের পক্ষে ঐক্যমতঐকমত্য প্রতিষ্ঠিত হয়।
 
== আঞ্চলিক সংস্থা ==