বারাণসী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎মন্দির: বট নিবন্ধ পরিষ্কার করেছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
২৩৪ নং লাইন:
 
[[চিত্র:Varanasi India.jpg|thumb|অষ্টাদশ শতাব্দীতে নির্মিত দুর্গাকুণ্ড ও দুর্গা মন্দির]]
কাশীতে দুটি মন্দিরকে দুর্গামন্দির বলা হয়। একটি ৫০০ বছরের পুরনো [[দুর্গা মন্দির]]। এই মন্দিরের পাশে অষ্টাদশ শতাব্দীতে দুর্গাকুণ্ড নির্মিত হয়। হিন্দু ভক্তেরা [[নবরাত্রি]] উৎসবের সময় দুর্গাকুণ্ডে এসে দেবী [[দুর্গা|দুর্গার]] পূজা করে। মন্দিরটি নাগারা স্থাপত্যশৈলীতে নির্মিত। এতে কয়েকটি বহুতল মিনার আছে। <ref name=route/> মন্দিরের গায়ে লাল রং করা থাকে। কারণ লাল রংটি দেবী দুর্গার সঙ্গে যুক্ত। দুর্গাকুণ্ড পুকুরটি আয়তাকার। প্রতি বছর [[নাগপঞ্চমী]] উপলক্ষ্যেউপলক্ষে কুণ্ডে অনন্তনাগের উপর শায়িত বিষ্ণুর মূর্তি পূজা করা হয়।
 
কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে অবস্থিত অন্নপূর্ণা মন্দিরে দেবী [[অন্নপূর্ণা (দেবী)|অন্নপূর্ণার]] পূজা হয়।<ref name=temple/> সিন্ধিয়া ঘাটের কাছে সঙ্কটা মন্দিরে আরোগ্যের দেবী সঙ্কটার পূজা হয়। এই মন্দিরে একটি বিরাট সিংহের মূর্তি আর [[নবগ্রহ|নবগ্রহের]] নয়টি ছোটো মন্দির আছে।<ref name=temple/>
২৫৩ নং লাইন:
[[রায় কৃষ্ণদাস]], তাঁর পুত্র [[আনন্দ কৃষ্ণ]], সংগীতজ্ঞ ওঙ্কারনাথ ঠাকুর, [[রবি শংকর]], [[বিসমিল্লাহ খান]], [[গিরিজা দেবী]], [[সিদ্ধেশ্বরী দেবী]], [[লালমণি মিশ্র]] ও তাঁর পুত্র [[গোপাল শঙ্কর মিশ্র]], [[এন. রাজাম]], আনোখেলাল মিশ্র, [[সমতা প্রসাদ]], কান্থে মহারাজ, [[সিতারা দেবী]], গোপী কৃষ্ণ, [[কিশন মহারাজ]], [[রাজন ও সাজন মিশ্র]], [[ছন্নুলাল মিশ্র]] প্রমুখ এই শহরে বাস করতেন। ধ্রুপদি ও লোকসংস্কৃতি রক্ষার জন্য এখানে অনেক সংগীত উৎসব আয়োজিত হয়। সঙ্কটমোচন মন্দিরে সারা রাত খোলা আকাশের নিচে সংগীতানুষ্ঠান হয়। হোরি, [[কাজরি]], [[চৈতি]] মেলা ও বুদওয়া মঙ্গল এই উৎসবের প্রধান আকর্ষণ।
 
বারাণসী একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র। এখানকার রেশম ও সোনা-রুপোর কাজ করা ব্রোকেড, কার্পেট বুননশিল্প (ভাদোইতে কার্পেট বয়নের কেন্দ্র আছে), কাঠের খেলনা, কাঁচেরকাচের চুড়ি, হাতির দাঁতের কাজ, সুগন্ধি দ্রব্য, শিল্পগুণসম্মত পিতল ও তামার বাসনপত্র বিখ্যাত।<ref name=topic>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/623248/Varanasi|title=Varanasi=1 November 2012|publisher=Encyclopedia Brittanica}}</ref><ref name=bhu>{{cite web|url=http://www.bhu.ac.in/varanasi.htm|title=Benares, the Eternal City|accessdate= 2 November 2012|publisher=Banaras Hindu University}}</ref> ব্রিটিশ যুগের পরিত্যক্ত ক্যান্টনমেন্ট কবরখানাটি এখন শিল্পদ্রব্যের বাজার।{{sfn|Tiwari|2010|p=9}}
== ধর্ম ==
[[চিত্র:Benares 1.JPG|thumb|200px|right| বারাণসীর কেদার ঘাটে হিন্দুরা ধর্মানুষ্ঠানের আয়োজন করেছেন।]]
২৭৫ নং লাইন:
হিন্দু ও বৌদ্ধদের পাশাপাশি বারাণসী [[জৈনধর্ম|জৈন]] ধর্মাবলম্বীদের কাছেও একটি তীর্থ। জৈন বিশ্বাস অনুসারে, [[সুপার্শ্বনাথ]], [[শ্রেয়াংশনাথ]] ও [[পার্শ্বনাথ]] এই শহরে জন্মগ্রহণ করেছিলেন। এঁরা জৈনধর্মের যথাক্রমে সপ্তম, একাদশ ও ২৩তম তীর্থঙ্কর। বারাণসীর ভেলপুরে শ্রীপার্শ্বনাথ দিগম্বর জৈন তীর্থক্ষেত্র (মন্দির) অবস্থিত। এটি জৈনদের একটি প্রধান মন্দির।
 
১৫০৭ সালে [[গুরু নানক]] বারাণসীতে এসেছিলেন [[শিবরাত্রি]] উপলক্ষ্যে।উপলক্ষে। তাঁর এই বারাণসী সফর [[শিখধর্ম]] প্রতিষ্ঠার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। বারাণসীতে [[রোমান ক্যাথলিক ডায়োসিস অফ বারাণসী]] ও একটি গুরুত্বপূর্ণ ইহুদি শরণার্থী সম্প্রদায়ও রয়েছে। এখানে অনেক আদিবাসী ধর্মেরও অস্তিত্ব আছে। তবে এগুলিকে সহজে চিহ্নিত করা যায় না।
 
== ধর্মীয় উৎসব ==
ফেব্রুয়ারি মাসে [[শিবরাত্রি]] উপলক্ষ্যেউপলক্ষে মহামৃত্যুঞ্জয় মন্দির থেকে কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত শোভাযাত্রা আয়োজিত হয়।<ref name=Varun/>
 
ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ তুলসী ঘাটে ধ্রুপদ মেলা হয়। এটি [[ধ্রুপদ]] সংগীতের একটি উৎসব।<ref name="festival1">{{cite web|last=Uttar Pradesh Tourism|title=Fair and Festivals of Varanasi|url=http://www.up-tourism.com/destination/varanasi/fair_festival.htm|publisher=Uttar Pradesh Tourism|accessdate=22 October 2012}}</ref>