জ্যাক ফিঙ্গলটন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন করা হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৬৬ নং লাইন:
সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনি পাঁচটি [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরি]] করেছেন।
 
[[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে অনুষ্ঠিত চূড়ান্ত ও পঞ্চম টেস্টে [[বিল পন্সফোর্ড]] অসুস্থ এবং [[ডোনাল্ড ব্র্যাডম্যান|ব্র্যাডম্যানের]] গোড়ালিতে আঘাতজনিত কারণে শূন্যতা পূরণ করতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়।<ref name="az"/><ref name=g36>Growden, p. 36.</ref> নিজ রাজ্য দলের পক্ষে মাত্র দশ খেলায় অংশগ্রহণের পর তাঁর এ অন্তর্ভূক্তিঅন্তর্ভুক্তি ঘটে।<ref name="az"/> দ্বিতীয় টেস্টে অন্তর্ভূক্তিঅন্তর্ভুক্তি ঘটলেও পরবর্তী তিন টেস্টে দ্বাদশ ব্যক্তির মর্যাদা পান তিনি।
 
বৃষ্টিস্নাত পীচে তিনি দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন যাতে দল ইনিংস বিজয় পায়।<ref name="az"/><ref name="auslist">{{cite web|url=http://stats.cricinfo.com/guru?sdb=team;team=AUS;class=testteam;filter=basic;opposition=0;notopposition=0;decade=0;homeaway=0;continent=0;country=0;notcountry=0;groundid=0;season=0;startdefault=1877-03-15;start=1877-03-15;enddefault=2007-11-20;end=2007-11-20;tourneyid=0;finals=0;daynight=0;toss=0;scheduledovers=0;scheduleddays=0;innings=0;followon=0;result=0;seriesresult=0;captainid=0;recent=;viewtype=resultlist;runslow=;runshigh=;wicketslow=;wicketshigh=;ballslow=;ballshigh=;overslow=;overshigh=;bpo=0;batevent=;conclow=;conchigh=;takenlow=;takenhigh=;ballsbowledlow=;ballsbowledhigh=;oversbowledlow=;oversbowledhigh=;bpobowled=0;bowlevent=;submit=1;.cgifields=viewtype |title=Statsguru - Australia - Tests - Results list |publisher=[[Cricinfo]] |accessdate=2007-12-21}}</ref> পরের মৌসুমে বডিলাইন আক্রমণের বিপক্ষে নিজেকে পরিচালিত করে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় টেস্টে নিম্নমূখী দলীয় রানে কার্যকর ৮৩ রান তুলেন যাতে সিরিজে অস্ট্রেলিয়া দল একমাত্র জয় পেয়েছিল। পরের টেস্টে অবশ্য জোড়া শূন্য লাভ করেন।<ref name="auslist"/><ref name="testlist">{{cite web|url=http://stats.cricinfo.com/statsguru/engine/player/5229.html?class=1;template=results;type=allround;view=match |title= Statsguru - JHW Fingleton - Test matches - All-round analysis |accessdate=2008-04-15| publisher=[[Cricinfo]]}}</ref> ইংল্যান্ডের শীর্ষস্থানীয় বোলারদের সাথে ওয়ার্নারের ইংল্যান্ডের জয়ের কৌশল অবলম্বনে কথোপকথন ফাঁসের বিষয়ে নিজেকে বিতর্কে জড়ান। ঐ সময়ে ফিঙ্গলটনকে এ ফাঁসের সাথে জড়িত থাকাকে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। কিন্তু, তিনি এ বিষয়টি অস্বীকার করেন ও ব্র্যাডম্যানের উপর দোষারোপ তুলেন।<ref name="pollard">{{cite book | last = Pollard |first= Jack | year = 1969 | title = Cricket the Australian Way}}</ref> সময়ের সাথে সাথে ফিঙ্গলটনের দৃষ্টিভঙ্গীই পরবর্তীতে গ্রহণ করা হয়েছিল।