জোমোন যুগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: {{জাপানের ইতিহাস|যুগসমূহ|image=JomonStatue.JPG |caption=একটি '''চূড়ান্ত জোমোন''' ''...
 
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৩ নং লাইন:
{{nihongo|'''জোমোন যুগ'''|[[wikt:縄文|縄文]][[wikt:時代|時代]]|জোমোন্‌জিদাই}} হল প্রাগৈতিহাসিক জাপানের আনুমানিক ১২,০০০ খ্রিঃ পূঃ<ref>[http://web-japan.org/trends00/honbun/tj990615.html Jomon Fantasy: Resketching Japan's Prehistory]. June 22, 1999.</ref> বা ১৪,৫০০ খ্রিঃ পূঃ<ref>[https://books.google.com/books/about/Ancient_Jomon_of_Japan.html?id=vGnAbTyTynsC&redir_esc=y "Ancient Jomon of Japan", Habu Junko, Cambridge Press, 2004]</ref> থেকে ৩০০ খ্রিঃ পূঃ পর্যন্ত স্থায়ী সময়কাল। এই সময়ে জাপানের [[শিকারী-জোগাড়ে]] সংস্কৃতি ক্রমশ [[স্থায়ী বসতি]] স্থাপনে সক্ষম হয়ে ওঠে এবং সাংস্কৃতিক জটিলতার সূত্রপাত ঘটায়।
 
''দড়ির নকশা'' নামটি প্রথম ব্যবহার করেন মার্কিন গবেষক [[এডওয়ার্ড এস. মোর্স]]। তিনি ১৮৭৭ খ্রিঃ খণ্ড খণ্ড [[জোমোন মৃৎশিল্প|মৃৎশিল্পের]] নমুনা আবিষ্কার করেন এবং [[জাপানি ভাষা|জাপানিতে]] তার অনুবাদ করেন ''জোমোন''<ref name="Mason, 14">Mason, 14</ref>। জোমোন সংস্কৃতির প্রথম পর্বের মৃৎশিল্পের বৈশিষ্ট্য ছিল কাঁচাকাচা মাটির উপর দড়ির চাপ দিয়ে নকশা তৈরি করা। আজ থেকে প্রায় ১৬,০০০ বছর পুরোনো (১৪,০০০ খ্রিঃ পূঃ) এই সমস্ত শিল্পকর্ম সম্ভবত পৃথিবীর প্রাচীনতম মাটির বাসন, যদিও দক্ষিণ [[চীন]] ও [[রাশিয়া]]র সুদূর পূর্ব থেকেও প্রায় সমসাময়িক বাসনের খোঁজ পাওয়া গেছে।<ref>Kuzmin, Y.V. (2006) Chronology of the Earliest Pottery in East Asia: Progress and Pitfalls. ''Antiquity'' 80: 362–371.</ref> এই যুগে হরিণের শিং, হাড়, পাথর ও শামুক ইত্যাদির খোলসের তৈরি যন্ত্রপাতি; মাটির বাসন ও পুতুল এবং বার্নিশ করা কাঠের কাজের প্রচুর নমুনা আবিষ্কৃত হয়েছে।<ref name=BMA>{{cite book|last=[[Birmingham Museum of Art]]|title=Birmingham Museum of Art : Guide to the Collection|year=2010|publisher=Birmingham Museum of Art|location=[Birmingham, Ala]|isbn=978-1-904832-77-5|page=40|url=http://artsbma.org}}</ref><ref name="imamura">Imamura, K. (1996) ''Prehistoric Japan: New Perspectives on Insular East Asia''. Honolulu: University of Hawai`i Press</ref><ref name="mizoguchi">Mizoguchi, K. (2002) ''An Archaeological History of Japan: 30,000 B.C. to A.D. 700''. University of Pennsylvania Press</ref> জোমোন সংস্কৃতিকে প্রায়ই উত্তর আমেরিকার উত্তর পশ্চিমাংশের প্রাক্‌-কলম্বীয় সংস্কৃতিগুলির সঙ্গে তুলনা করা হয়, কারণ দুই সমাজেই মূলত শিকারী-জোগাড়ে প্রেক্ষাপট সত্ত্বেও উল্লেখযোগ্য সাংস্কৃতিক জটিলতার উদ্ভব হয়েছিল। [[উদ্যানপালনবিদ্যা|উদ্যানপালনবিদ্যার]] প্রাথমিক বিকাশও জোমোন সংস্কৃতির একটি অবদান।<ref>Koyama, Shuzo, and David Hurst Thomas (eds.). (1979). Affluent Foragers: Pacific Coasts East and West. Senri Ethnological Studies No. 9. Osaka: National Museum of Ethnology.</ref><ref>Aikens and Rhee, eds. (1993) ''Pacific Northeast Asia in Prehistory: Hunter-Fisher-Gatherers, Farmers, and Sociopolitical Elites''. Pullman: Washington State University Press.</ref>
 
==তথ্যসূত্র==