'''চীনা-তিব্বতি ভাষা''' হচ্ছে একটি ভাষা পরিবার; যাদের অন্তর্ভূক্তঅন্তর্ভুক্ত প্রায় ৪০০টি ভাষা রয়েছে। এগুলো [[পূর্ব এশিয়া]], দক্ষিন-পূর্ব এশীয়া ও দক্ষিন এশিয়ার কিছু অংশে ব্যবহৃত হয়। ভাষাভাষীর দিক থেকে ইন্দো-ইউরোপিয়ান ভাষা পরিবারের পরই এটির অবস্থান। চীনা-তিব্বতি ভাষার মধ্যে চৈনিক ভাষার ব্যবহারকারী ১.২ বিলিয়ন, বর্মী ৩৩ মিলিয়ন এবং তিব্বতি ৮ মিলিয়ন।