গ্রেট সল্ট লেক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎ভূগোল: বট নিবন্ধ পরিষ্কার করেছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
২৬ নং লাইন:
'''গ্রেট সল্ট লেক''' [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] উত্তরে [[ইউটা]] অঙ্গরাজ্যে অবস্থিত পৃথিবীর পশ্চিম গোলার্ধের সর্ববৃহৎ [[লবণাক্ত হ্রদ (ভূগোল)|লবণাক্ত হ্রদ]]<ref name="Britannica">[http://www.britannica.com/ebi/article-9274643 Great Salt Lake]. ''Encyclopædia Britannica Online''</ref> এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম [[Endorheic basin|টার্মিনাল হ্রদ]]।<ref name="USGS-GSL">[http://ut.water.usgs.gov/greatsaltlake/ Great Salt Lake, Utah]. ''U.S. Geological Survey''.</ref> হ্রদটির গড় আয়তন প্রায় {{convert|1700|sqmi|km2}},<ref name="USGS-GSL"/> তবে গভীরতার কারণে বছরের বিভিন্ন সময়ে এই আয়তনের তারতম্য ঘটে। ১৯৬৩ সালে হ্রদটির সবচেয়ে আয়তন নির্ণীত হয়, এই পরিমাণ ছিল {{convert|950|sqmi|km2}}, তবে ১৯৮৮ সালে সর্বোচ্চ {{convert|3300|sqmi|km2}} নির্ণয় করা হয়।<ref name="USGS-GSL"/> ভূপৃষ্ঠ আয়তনের দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ হ্রদ, যা [[গ্রেট লেক]] অঞ্চলের অন্তর্গত নয়।
 
গ্রেট সল্ট লেক হল [[হ্রদ বনভিল|হ্রদ বনভিলের]] সবচেয়ে বড় অবশিষ্টাংশ, যা মূলত পশ্চিম ইউটা অঙ্গরাজ্যের পশ্চিমে বিশাল স্থানজুড়ে বিস্তৃত একটি প্রাগঐতিহাসিক [[আদ্র্রআর্দ্র্র হ্রদ]]। গ্রেট সল্ট লেকের প্রধান উপনদীগুলো হল [[Jordan River (Utah)|জর্ডান]], [[Weber River|ওয়েবার]] এবং [[Bear River (Utah)|বিয়ার]] নদী। এই তিনটি নদী থেকে একত্রে প্রতি বছরে প্রায় ১.১ মিলিয়ন টন খনিজ পদার্থ এই হ্রদে পতীত হয়।<ref name="Britannica"/> হ্রদটি কোন শাখা নদী নেই, ফলে একমাত্র বাষ্পীভবন ছাড়া আর কোন উপায়ে জল এখান থেকে নির্গত হয় না। একারণে এর পানি বেশ লবণাক্ত। এর পানির লবণাক্ততা সমুদ্রের পানির চেয়েও বেশি। হ্রদটির পানিতে বিদ্যমান খনিজ পদার্থের পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
 
গ্রেট সল্ট লেক যুক্তরাষ্ট্রের "[[মৃত সাগর]]"<ref>[http://deseretnews.com/misc/gsl/100013637.htm Great Salt Lake&nbsp;— a lively recreational jewel]. Lynn Arave, ''Deseret News.''</ref> নামে পরিচিত হলেও হ্রদটি লক্ষাধিক পক্ষী, [[ব্রাইন চিংড়ি]], [[Wader|অতিথি পাখি]] ও [[জলকুক্কুট|জলকুক্কুটের]] আবাস হিসেবে কাজ করে।<ref name="USGS-Birds">[http://ut.water.usgs.gov/birds/ Birds and Great Salt Lake]. ''U.S. Geological Survey''.</ref>
১৪৪ নং লাইন:
এসব সমস্যা সত্ত্বেও গ্রেট সল্ট লেক ইউটা অঙ্গরাজ্যের অন্যতম বৃহৎ পর্যটন আকর্ষণ।<ref>[http://www.utah.com/stateparks/great_salt_lake.htm Great Salt Lake]. ''Utah.com''</ref> অ্যান্টিলোপ আইল্যান্ড স্টেট পার্ক এই অঙ্গরাজ্যের অন্যতম জনপ্রিয় পার্ক, এখান থেকে গ্রেট সল্ট লেকের প্যানোরামিক দৃশ্য উপভোগ করা যায়। এছাড়া এই পার্কে পর্যটকদের জন্য রয়েছে হাইকিং, বাইকিং, বন্যপ্রাণী দর্শন এবং হ্রদের তীরে অবকাশ যাপনের সুবিধা।
 
ইউটা সরকার হ্রদের দক্ষিণে গ্রেট সল্ট লেক স্টেট পার্কে একটি এবং অ্যান্টিলোপ আইল্যান্ড স্টেট পার্কে আরেকটি পোতাশ্রয় পরিচালনা করে। হ্রদের পানির হ্রাস-বৃদ্ধি এবং ঝড়ের কারণে এখানে নৌকা চালনা ঝুঁকিপূর্ণ।<ref>{{cite book |title= Visions of Antelope Island and Great Salt Lake |last= Stum|first= Marlin |authorlink= |author2=Dan Miller|year= 1999|publisher= [[Utah State University]] Press|location= |isbn= 0-87421-269-3|page= 4|url= https://books.google.com/books?id=_fYRAQAAIAAJ|accessdate=2009-09-03}}</ref> এই হ্রদে এক মাস্তল বিশিষ্ট নৌকাই সবচেয়ে জনপ্রিয়। হ্রদে হঠাৎ ঝড় এবং শৌখিন নৌকাচালকদেরনৌকাঁচালকদের উপস্থিতি এই হ্রদে নৌকাবিলাসের ক্ষেত্রে ঝুঁকির কারণ।<ref>{{cite book |title= The great Great Salt Lake |last= Peter G. |first= Czerny|authorlink= |year= 1976|publisher= [[Brigham Young University]] Press|location= |isbn= 0-8425-1073-7|page= 4|url= https://books.google.com/books?id=_fYRAQAAIAAJ|accessdate=2009-09-03}}</ref>
 
===সল্টএয়ার===
১৮১ নং লাইন:
|image8=[http://earthobservatory.nasa.gov/Newsroom/NewImages/images.php3?img_id=16427 নাসার চিত্র]
|image9=[http://www.westminstercollege.edu/gsl গবেষণার চিত্র (ওয়েস্টমিনস্টার)]
|image10=[http://www.utah.com/stateparks/great_salt_lake.htm নৌকাচালনারনৌকাঁচালনার চিত্র (UTAH.com)]
|image11=[http://www.mineralresourcesint.com/gsl.htm গাংচিল]
}}