গৌতম বুদ্ধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৪৬ নং লাইন:
=== প্রথম জীবন ===
[[File:Birth of buddha peshawar.JPG|thumb|[[লুম্বিনী]] নগরে সিদ্ধার্থের জন্ম]]
সিদ্ধার্থ গৌতম শাক্য প্রজাতন্ত্রের নির্বাচিত প্রধান{{sfn|Warder|2000|p=45}} ক্ষত্রিয় বংশের{{sfn|Samuel| 2010}}{{sfn|Hiltebeitel| 2002}} [[শুদ্ধোধন|শুদ্ধোধনের]] পুত্র ছিলেন। তাঁর মাতা [[মায়াদেবী]] কোলিয় গণের রাজকন্যা ছিলেন। শাক্যদের প্রথা অনুসারে গর্ভাবস্থায় [[মায়াদেবী]] শ্বশুরালয় [[কপিলাবস্তু]] থেকে পিতৃরাজ্যে যাবার পথে অধুনা [[নেপাল|নেপালের]] তরাই অঞ্চলেরে অন্তর্গত [[লুম্বিনী]] গ্রামে এক শালগাছের তলায় সিদ্ধার্থের জন্ম দেন। তাঁর জন্মের সময় বা সপ্তম দিনে [[মায়াদেবী|মায়াদেবীর]] জীবনাবসান হয়। [[শুদ্ধোধন]] শিশুর জন্মের পঞ্চম দিনে নামকরণের জন্য আটজন ব্রাহ্মণকে আমন্ত্রণ জানালে তাঁরা শিশুর নাম রাখেন সিদ্ধার্থ অর্থাৎ যিনি সিদ্ধিলাভ করেছেন।{{sfn|Narada|1992|p=9–12}} এই সময় পর্বতদেশ থেকে আগত [[অসিত]] নাম একজন সাধু নবজাত শিশুকে দেখে ভবিষ্যদ্বাণী করেন যে এই শিশু পরবর্তীকালে একজন রাজচক্রবর্তী অথবা একজন সিদ্ধ সাধক হবেন।{{sfn|Narada|1992|p=9–12}} একমাত্র সর্বকনিষ্ঠ আমন্ত্রিত ব্রাহ্মণ [[কৌণ্ডিন্য]] স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই শিশু পরবর্তীকালে [[বুদ্ধত্ব]] লাভ করবেন।{{sfn|Narada|1992|p=11-12}} মাতার মৃত্যুর পর তিনি বিমাতা [[মহাপজাপতি গোতমী]] কতৃককর্তৃক লালিত হন।{{sfn|Narada|1992|p=14}} ষোলো বছর বয়সে তাঁকে সংসারের প্রতি মনোযোগী করার জন্য তাঁর পিতামাতা তাঁকে কোলিয় গণের সুন্দরী কন্যা [[যশোধরা|যশোধরার]] সাথে বিবাহ দেন ও [[রাহুল]] নামক এক পুত্রসন্তানের জন্ম দেন। সিদ্ধার্থ তাঁর জীবনের প্রথম উনত্রিশ বছর রাজপুত্র হিসেবে অতিবাহিত করেন। বৌদ্ধ পুঁথিগুলি অনুসারে পিতা [[শুদ্ধোধন]] তাঁর জীবনে বিলাসিতার সমস্ত রকম ব্যবস্থা করা সত্ত্বেও সিদ্ধার্থ বস্তুগত ঐশ্বর্য্য যে জীবনের লক্ষ্য হতে পারে না, তা উপলব্ধি করা শুরু করেন।{{sfn|Narada|1992|p=14}}
 
=== মহাভিনিষ্ক্রমণ ===