গৃহযুদ্ধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১৬ নং লাইন:
গৃহযুদ্ধে বিপুলসংখ্যক [[ব্যক্তি|ব্যক্তির]] প্রাণহানির ন্যায় ক্ষয়ক্ষতিসহ উল্লেখযোগ্য পরিমাণে স্থাবর-অস্থাবর [[সম্পত্তি|সম্পত্তির]] বিনাশ ঘটে।<ref name=hironaka3>Ann Hironaka, ''Neverending Wars: The International Community, Weak States, and the Perpetuation of Civil War'', Harvard University Press: Cambridge, Mass., 2005, p. 3, ISBN 0-674-01532-0</ref> দু'দেশের মধ্যেকার সাধারণ যুদ্ধের তুলনায় গৃহযুদ্ধে শুধুই প্রাণনাশ এবং ক্ষয়-ক্ষতি হয়। স্বল্পসময় থেকে শুরু করে দীর্ঘ মেয়াদে অনেক বছর পর্যন্ত গৃহযুদ্ধ চলতে পারে। এর কারণ সম্ভবতঃ গৃহযুদ্ধ খুব দ্রুত জটিলতর হয়ে পড়ে এবং [[মতভেদ|মতভেদজনিত]] পার্থক্যতা। দুই পক্ষের মধ্যে এ যুদ্ধের সূচনা ঘটলেও পরবর্তীতে বিভিন্ন দল, উপ-দলের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটি দল একে-অপরের বিরুদ্ধে [[আধিপত্য]] বিস্তারে অগ্রসর হয়। যে-সকল দল গৃহযুদ্ধে সম্পৃক্ত নয়, তারাও উভয় পক্ষ থেকে আক্রান্ত হবার [[ভয়|ভয়ে]] [[অস্ত্রশস্ত্র]] মজুত রাখে।
 
[[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]] শেষে সৃষ্ট গৃহযুদ্ধগুলোর গড় মেয়াদ ছিল চার বছরের অধিক। ১৯০০-১৯৪৪ সালের মধ্যে গড়ে দেড় বছরের মধ্যে গৃহযুদ্ধ সংঘটিত হয ও নাটকীয়ভাবে উত্থান ঘটে। উনবিংশঊনবিংশ শতকের মধ্যবর্তী সময়ে যে-কোন সময়ের তুলনায় বেশী সংঘটিত হয়েছিল। বিংশ শতকের প্রথমার্ধে পাঁচটির বেশী গৃহযুদ্ধ সংঘটিত না হলেও [[স্নায়ুযুদ্ধ]] শেষ হবার পূর্ব পর্যন্ত বিশটির বেশী গৃহযুদ্ধ হয়।
 
১৯৪৫ সাল পর্যন্ত সংঘটিত গৃহযুদ্ধগুলোয় ২৫ মিলিয়নেরও অধিক সাধারণ ব্যক্তির প্রাণহানি ঘটে। এছাড়াও, অনেক ব্যক্তিকে জোরপূর্বক [[শরণার্থী]] হিসেবে অন্য দেশে প্রেরণ করা হয়। অন্যান্য ফলাফলের মধ্যে রয়েছে [[অর্থনৈতিক বিপর্যয়]] বা ধ্বস যা [[বার্মা]] ([[মায়ানমার]]), [[উগান্ডা]] এবং [[অ্যাঙ্গোলা|অ্যাঙ্গোলায়]] বিরাজমান ছিল।<ref>Hironaka (2005), pp. 1-2, 4-5</ref>