খালিদ বিন আবদুল আজিজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৫৪ নং লাইন:
বিভিন্ন রিপোর্টে তাকে শুধু আনুষ্ঠানিক প্রধান বলা হলেও বাস্তবতা তদ্রুপ ছিল না। সকল গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত তিনি নিতেন।<ref name=breich>{{cite book|author=Bernard Reich|title=Political Leaders of the Contemporary Middle East and North Africa|year=1990|publisher=Greenwood|location=Westport|page=177|url=http://books.google.com.tr/books?hl=en&lr=&id=3D5FulN2WqQC&oi=fnd&pg=PR11&dq=al+saud+family+and+kings+of+saudi+arabia&ots=S9IsL49hfh&sig=F0Y5l1yWoaVonzcCxqVcIjchS6I&redir_esc=y#v=onepage&q=al%20saud%20family%20and%20kings%20of%20saudi%20arabia&f=false}}</ref> ফয়সালের চালু করা নিয়মানুযায়ী বাদশাহ পারিবারিক বিষয়ে চূড়ান্ত নিয়ামক ছিলেন।<ref name=HaleySnider1979/> তার কিছু বৈশিষ্ট্যের কারণে সম্মানিত বাদশাহ হিসেবে তার ভাবমূর্তি গড়ে উঠে। তিনি সৌদি আরবের ঐতিহ্যগত প্রথাপ্রতিষ্ঠানের সাথে ভালো সম্পর্ক রেখেছেন।<ref name=wbqua/> তাই অন্যান্য প্রিন্স ও দেশের ক্ষমতাশালী শক্তিগুলোর কাছ থেকে তিনি সমর্থন পান।<ref name=wbqua/>
 
===আভ্যন্তরীণঅভ্যন্তরীণ কর্মকাণ্ড===
[[File:Khalid and Faisal of Saudi Arabia - 1941.jpg|thumb|right|300px|[[ফয়সাল বিন আবদুল আজিজ|ফয়সাল]] ও খালিদ, আনুমানিক ১৯৪১ খ্রিষ্টাব্দ।]]
বাদশাহ খালিদের শাসনামলে সৌদি আরবে ব্যাপক উন্নয়ন হয়। ফলে সৌদি আরব অন্যতম ধনী দেশ হয়ে উঠে। তিনি প্রাথমিকভাবে কৃষি উন্নয়নের মাধ্যমে দেশের আভ্যন্তরীণঅভ্যন্তরীণ কাজে মন দেন।<ref name=Division2004/> জুবাইল ও ইয়ানবু শিল্পনগর তার সময় তৈরী করা হয়।<ref name=lees>{{cite journal|author=Brian Lees|title=The Al Saud family and the future of Saudi Arabia|journal=Asian Affairs|date=March 2006|volume=XXXVII|issue=1|pages=36–49|doi=10.1080/03068370500457411|url=http://ipac.kacst.edu.sa/eDoc/2006/157348_1.pdf|accessdate=18 April 2012}}</ref><ref name=Safran1985>{{cite book|author=Nadav Safran|title=Saudi Arabia: The Ceaseless Quest for Security|url=http://books.google.com/books?id=zSkIi_1T1FsC&pg=PR17|accessdate=4 April 2013|year=1985|publisher=Cornell University Press|isbn=978-0-8014-9484-0|page=17}}</ref> এছাড়াও অনেক স্কুল এসময় প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৫ সালে ৩০২৮টি এলিমেন্টারি স্কুল, ৬৪৯টি সেকেন্ডারি স্কুল ও ১৮২টি হাইস্কুল ছিল। ১৯৮০ সালে তা বেড়ে ৫৩৭৩টি এলিমেন্টারি স্কুল, ১৩৭৭টি সেকেন্ডারি স্কুল ও ৪৫৬টি হাইস্কুলে দাঁড়ায়।<ref name=rkkhalid>{{cite news|author=Walaa Hawari|title=Remembering King Khaled|url=http://www.arabnews.com/node/344880|accessdate=2 August 2012|newspaper=Arab News|date=13 May 2010}}</ref> [[কিং ফয়সাল ইউনিভার্সিটি]] প্রতিষ্ঠা এসময়ের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।<ref name=kfigures/>
 
সাবেক বাদশাহ ফয়সাল কঠোর অর্থনৈতিক নীতির কারণে অর্থনৈতিক উপকার হয় এবং দেশের বাণিজ্য ও অর্থনীতি ফুলে উঠে। এই সময়ের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ১৯৭৫ সালে চালু করা পাঁচ বছরব্যপী পরিকল্পনা যার মাধ্যমে সৌদি অবকাঠামো ও স্বাস্থ্যসেবা গড়ে তোলার লক্ষ্যস্থির করা হয়।<ref name=gs12/> বাদশাহ খালিদ তৃতীয় উন্নয়ন পরিকল্পনা চালু করেন। ১৯৮০ সালের মে মাসে ২৫০ বিলিয়ন মার্কিন ডলারের বাজেট পরিকল্পনা করা হয়।<ref name=khalidruler/><ref name=warsaw>{{cite web|title=Modern History|url=http://www.saudiembassy.pl/Modern,History,151.html|publisher=Saudi Embassy Warsaw|accessdate=3 August 2012}}</ref>