কিথ ফ্লেচার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন করা হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৪৮ নং লাইন:
সমগ্র খেলোয়াড়ী জীবনে ৫৯ [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও ২৪টি [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] অংশ নিয়েছেন তিনি। ৩৯.৯০ গড়ে ৩,২৭২ রান তোলেন।
 
১৯৬৮ সালে হেডিংলিতে ইংল্যান্ড দলের পক্ষে টেস্ট অভিষেক ঘটে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার সময় ইয়র্কশায়ারের জনতা তাঁর পরিবর্তে [[Phil Sharpe (cricketer)|ফিল শার্পের]] অন্তর্ভূক্তিঅন্তর্ভুক্তি চেয়েছিল। [[Slip (cricket)|স্লিপে]] অবস্থানকালে ক্যাচ ফেলে দেন। এছাড়াও প্রথম ইনিংসে [[Duck (cricket)|শূন্য রানে]] আউট হন।
 
বিংশতিতম টেস্টে তিনি তাঁর প্রথম [[সেঞ্চুরি (ক্রিকেট)|শতক]] হাঁকান। এরপর তিনি প্রতি চার টেস্টে সেঞ্চুরি করেছেন। জাতীয় দলের নেতৃত্বে থাকা [[Tony Lewis|টনি লুইস]] ও [[টনি গ্রেগ|টনি গ্রেগের]] সময়ে তাঁর ব্যাটিং বিচ্ছুরণ ঘটে। কিন্তু ১৯৭৭ সালে [[মাইক ব্রিয়ারলি|মাইক ব্রিয়ারলি’র]] অধিনায়কত্বকালীন তিনি স্থিমিত হয়ে যান। ব্রিয়ারলি’র অবসর ও [[ইয়ান বোথাম|ইয়ান বোথামের]] স্বল্পকালীন নেতৃত্বের চার বছর পর ফ্লেচার পুণরায় স্বরূপে আবির্ভূত হন। ১৯৮১-৮২ মৌসুমে [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারতে]] সফরে দলের অধিনায়ক হিসেবে যান। কিন্তু সিরিজটি তাঁর ভালভাবে সম্পন্ন হয়নি। দূর্বল [[আম্পায়ার|আম্পায়ারিংয়ের]] ফলে দ্বিতীয় টেস্টে আউট হন। সিরিজের মাঝখানে [[জিওফ্রে বয়কট]] দেশে ফিরে যান। দলের অর্ধেক সদস্য [[গ্রাহাম গুচ|গ্রাহাম গুচের]] নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় [[South African rebel tours|বিদ্রোহী দলের সফরে]] চলে যায়। ভারতের বিপক্ষে ছয় টেস্টের সিরিজটিতে ১-০ ব্যবধানে পরাজিত হয় তাঁর দল। এরপর [[শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল|শ্রীলঙ্কায়]] একমাত্র টেস্টে খেলতে যান। [[ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড|দল নির্বাচকমণ্ডলীর]] সভাপতি [[পিটার মে]] তাঁকে পদত্যাগে বাধ্য করান।