উভকামিতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১ নং লাইন:
[[চিত্র:Bi flag.svg|thumb|220px|উভকামী গৌরব পতাকা]]
{{যৌন অভিমুখিতাঅভিমুখীতা}}
[[চিত্র:Sexual scene on pompeian mural 2.jpg|thumb|220px|উভকামিতা]]
'''উভকামিতা''' ([[ইংরেজি]]: '''Bisexuality''' ''বাইসেক্‌শুয়্যালিটি'') বলতে বিশেষ একটি যৌন অভিমুখিতাঅভিমুখীতা<ref>[http://www.ncbi.nlm.nih.gov/pubmed/4056387?ordinalpos=1&itool=EntrezSystem2.PEntrez.Pubmed.Pubmed_ResultsPanel.Pubmed_DiscoveryPanel.Pubmed_Discovery_RA&linkpos=3&log$=relatedarticles&logdbfrom=pubmed A study of the married bisexual male: paradox and resolution]</ref> বোঝায় যখন একজন মানুষ, নারী ও পুরুষ, উভয় লিঙ্গের প্রতিই যৌন আকর্ষণ অনুভব করে। এরূপ মানুষ সমলিঙ্গ ও বিপরীত লিঙ্গ উভয়ের সঙ্গে যৌনক্রিয়ায় অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে এবং এরূপ যৌনমিলনের মাধ্যমে যৌনানন্দ লাভে সক্ষম হলে তাকে বলা হয় '''উভকামী'''। কার্যতঃ উভকামিতা মানুষের দুটি প্রধান যৌনপ্রবৃত্তি [[বিপরীতকামিতা]] ও [[সমকামিতা|সমকামিতার]] উভয়ের সমন্বয়। যে সকল ব্যক্তির মধ্যে উভকামী যৌনপ্রবৃত্তি লক্ষিত হয়, তাঁরা "তাঁদের স্বলিঙ্গ এবং একই সঙ্গে বিপরীত লিঙ্গের ব্যক্তিদের প্রতি [[যৌন আকর্ষণ|যৌন]], আবেগ ও স্নেহজাত আকর্ষণ অনুভব করেন"; "এছাড়াও এই প্রবৃত্তি এই ধরনের আকর্ষণের ভিত্তিতে গড়ে ওঠা কোনো ব্যক্তির ব্যক্তিগত ও সামাজিক পরিচিতি, এই জাতীয় আচরণ এবং সমজাতীয় ব্যক্তিদের নিয়ে গঠিত সম্প্রদায়ের সদস্যতাটিও নির্দেশ করে।"<ref>[http://www.apahelpcenter.org/articles/article.php?id=31 APA Help Center]</ref> [[বিপরীতকামিতা]] ও [[সমকামিতা]]র সঙ্গে উভকামিতা [[যৌন প্রবৃত্তি]]র প্রধান তিনটি বর্গের অন্যতম। <ref>উল্লেখ্য যে, যে সকল ব্যক্তিরা নারী বা পুরুষ কোনো লিঙ্গের প্রতিই যৌন আকর্ষণ বোধ করেন না, তাঁদের [[অযৌনতাকামী]] বলে অভিহিত করা হয়।
</ref> মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড অনেক আগেই যৌনপ্রবৃত্তি হিসেবে উভকামিতার অস্তিত্ব স্বীকার করে বলেছিলেন<ref>Steven Angelides , A History of Bisexuality, University Of Chicago Press; 1 edition,September 15, 2001</ref> -
:পৃথিবীর সব মানুষই আসলে উভকামী... এবং তাদের লিবিডো থাকে দুই লিঙ্গের পরিসীমায় বিন্যস্ত ...।