উপনিষদ্‌: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dexbot (আলোচনা | অবদান)
Removing Link GA template (handled by wikidata)
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
১০ নং লাইন:
 
== শ্রেণীবিভাগ ==
দুশোটিরও বেশি উপনিষদের কথা জানা যায়। এগুলির মধ্যে অন্যতম হল ''মুক্তিকা উপনিষদ্‌''। এই উপনিষদে ১০৮টি উপনিষদের নাম পাওয়া যায়। উল্লেখ্য ১০৮ সংখ্যাটিকে হিন্দুরা পবিত্র বলে মানেন। হিন্দুদের জপের মালায় ১০৮টি দানা থাকে। আধুনিক গবেষকেরা তার মধ্যে ১০, ১১, ১২ বা ১৩টি উপনিষদ্‌কে প্রধান বা মুখ্য উপনিষদ বলেন। তাঁদের মতে, অন্যান্য উপনিষদ্‌গুলি এই মুখ্য উপনিষদ্‌ থেকেই উদ্ভুত।উদ্ভূত। [[আদি শঙ্কর]] প্রমুখ বিশিষ্ট দার্শনিক ধর্মগুরুরা যে সব উপনিষদের ভাষ্য রচনা করেছেন, সেগুলিই মুখ্য উপনিষদ্‌। হিন্দুরা সেগুলিকেই [[শ্রুতি|শ্রুতিশাস্ত্র]] হিসেবে গ্রহণ করেন।
 
''মুক্তিকা উপনিষদ্‌''-এ যে নতুনতর উপনিষদ্‌গুলি অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলি সম্ভবত দক্ষিণ ভারতে রচিত হয়েছিল।{{sfn|Deussen|1908|pp=35–36}} বিষয় অনুযায়ী এগুলিকে "(সাধারণ) [[বেদান্ত]]" (দার্শনিক), "[[যোগ (হিন্দুধর্ম)|যোগ]]", "[[সন্ন্যাস]]" (মুক্তিবাদী), "[[বৈষ্ণব]]" (যাতে হিন্দু দেবতা [[বিষ্ণু]]র উপাসনার কথা আছে), "[[শৈব]]" ([[শিব]] বিষয়ক) ও "[[শাক্ত]]" (দেবী বিষয়ক)―এই কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়।{{sfn|Varghese|2008|p=131}} নতুন উপনিষদ্‌গুলি প্রধানত সম্প্রদায়কেন্দ্রিক। কারণ, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শ্রুতিশাস্ত্রের দোহাই দিয়ে নিজেদের মতকে ধর্মসঙ্গত করার প্রবণতা ছিল।{{sfn|Holdrege|1995|pp=426}}