ইতালি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sabuj Barua (আলোচনা | অবদান)
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৮৪ নং লাইন:
}}
 
'''ইতালি''' ({{lang-it|Italia}} ''ইতালি‌য়া'') [[পশ্চিম ইউরোপ|পশ্চিম ইউরোপের]] একটি একীভুত প্রজাতান্ত্রিক সংসদীয় রাষ্ট্র। এটি [[ইউরোপীয় ইউনিয়নভুক্ত]] একটি [[দেশ]]। [[শেনঝেন চুক্তি]] স্বাক্ষরকারী বিধায় [[শেনঝেন ভিসা]] নিয়ে এ দেশে প্রবেশ করা যায়। [[ইউরো অঞ্চল|ইউরো অঞ্চলের]] অন্তর্ভূক্তঅন্তর্ভুক্ত বিধায় এর [[মুদ্রা]] [[ইউরো]]। এ দেশে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চালু আছে।<br />ইতালির উত্তর সীমান্তে [[আল্পাস]] [[পর্বতমালা]] সংলগ্ন [[ফ্রান্স]], [[সুইজারল্যান্ড]], [[অস্ট্রিয়া]] ও [[স্লোভেনিয়া]] অবস্থিত এবং দক্ষিণে সম্পূর্ণ ইতালীয় উপদ্বীপ, [[মেডিটারিয়ান সি|মেডিটারিয়ান]] [[সমুদ্র]] সংলগ্ন দুই [[মহাদ্বীপ]] [[সিসিলিয়া|সিসিলী]] ও [[সারদিনিয়া]] এবং আরো অনেক ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত। [[সান মারিনো]] ও [[ভ্যাটিক্যান সিটি]] নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইতালি অধিভুক্ত, অপরদিকে ''কাম্পিওনে দি'ইতালিয়া'' বহির্ভূত [[সুইজারল্যান্ড]] ধারন করেছে। ইতালীর সীমানাক্ষেত্রটি প্রায় ৩,০১,৩৩৮ [[বর্গ কিলোমিটার]] (১,১৬,৩৪৬ [[বর্গ মাইল]]) এলাকা জুড়ে বিস্তৃত। ঋতুময় ইতালীয় জলবায়ু নাতিশীতোঞ্চ। ৬০•৬ মিলিয়ন (সাড়ে ষাট লক্ষের উপরে) অধিবাসী সম্বলিত ইতালি জনসংখ্যার দিকে [[ইউরোপ|ইউরোপে]] পঞ্চম ও বিশ্বে ২৩তম জনবহুল [[দেশ]]। এর রাজধানী [[রোম]] (ইতালীয় শব্দ ''রোমা'') শহর। শতাব্দীর পশ্চিমা সভ্যতায় রোমান সাম্রাজ্যের রাজনৈতিক কেন্দ্রস্থল হওয়ার কারনে এটিকে রাজধানী করা হয়। এর অবনতির পর, ইতালি বহুসংখ্যক ভিনদেশী, জার্মানিক উপজাতি যেমন [[লোম্বার্ড|লোম্বার্ডস]] ও [[ওস্ট্রুগোথ|ওস্ট্রুগোথস]] থেকে শুরু করে [[বাইজান্টাইন্স]] এবং পরবর্তীতে [[নর্মান্স]], সাথে আরো অনেকের অনুপ্রবেশ সহ্য করেছে। পরবর্তী শতাব্দী [[রেনেসাঁ|রেনেসাঁর]]<ref name="immaculateheartacademy.org" >
{{Cite document
|contribution=Italy: Birthplace of the Renaisssance
১৪১ নং লাইন:
আধুনিক সময়ে শুরুর দিকে ইতালির ইতিহাস ছিল বিদেশী শাসনঃ ফলশ্রুতিতে [[ইতালিয়ান যুদ্ধ]] (১৯৪৯ থেকে ১৫৫৯ সাল), ইতালি অপেক্ষাকৃত শান্তি দেখেছিল প্রথম স্পেনের [[হাবসবুর্গ (স্পেন)|হাবসবুর্গ]] (১৫৫৯ থেকে ১৭১৩ সাল) এবং তারপর অস্ট্রিয়ার [[হাবসবুর্গ (অস্ট্রিয়া)|হাবসবুর্গ]]।
[[মহামড়ক]] ইতালিতে ১৪শ থেকে ১৭শ শতাব্দীতে বারংবার উদিত হত। ভেনিসে ১৫৭৫ – ১৫৭৭ সালের [[প্লেগ]] রোগে ৫০,০০০ লোক শিকার হয় বলে দাবি করা হয়।<ref>[http://www.dshs.state.tx.us/preparedness/bt_public_history_plague.shtm প্লেগ ইতিহাস], Texas Department of State Health Services</ref> ১৭শ শতাব্দীর প্রথমার্ধে প্লেগের কারণে ১ লক্ষ ৭৩ হাজার লোক শিকার হয় বলে দাবি করা হয়েছিল যা সমগ্র ইতালির লোকসংখ্যার ১৪%।<ref>কার্ল জুলিয়াস বেলোচ, ''Bevölkerungsgeschichte Italiens'', ভলিউম ৩, পৃঃ ৩৫৯ - ৩৬০।</ref> [[মিলানের প্লেগ]]-এর দূরাবস্থা দেখা দেয় ১৬২৯ থেকে ১৬৩১ সালে। [[লোম্বার্ডি|লোম্বার্দি]] ও [[ভেনিস]] বিশেষত [[মৃত্যুহার]] ব্যাপক হয়। ১৬৫৬ সালে ৩ লক্ষের মতো [[নেপলস্‌|নেপলিস্‌]] অধিবাসী প্লেগে মারা যায়।<ref>{{cite web|url=http://faculty.ed.umuc.edu/~jmatthew/naples/goldenage.htm |title=১৬০০ শতকের নেপলিস(Naples in the 1600s)|publisher=Faculty.ed.umuc.edu |date= |accessdate=3 November 2008}}</ref>
[[নাপোলিয়নিক যুদ্ধ|নাপোলিয়নিক যুদ্ধের]] সময়, ১৭৯৬ থেকে ১৮১৪ সালের মধ্যে দেশটির উত্তরাঞ্চল পুনর্গঠন করে ইতালির নতুন রাজ্য গঠন করা হয়, তখন এটি ছিল [[ফ্রান্স সাম্রাজ্য|ফান্স সাম্রাজ্যের]] একটি খরিদ্দার রাষ্ট্র (Client State)। যখন উপদ্বীপটির দক্ষিণাঞ্ছল [[জোয়াকিম মুরাত]] ([[নেপোলিয়ান বোনাপার্ট|নেপোলিয়ানের]] ভগ্নিপতি) , যিনি ছিলেন নেপ্লিসের রাজা (King of Naples)। ১৮শ দশকের শেষের দিকে [[ভিয়েন্না কংগ্রেস]] (১৮১৪ সাল) পূর্বাবস্থা ফিরিয়ে এনেছিল যা ইতালির একভূতীকরণেরএকীভূতীকরণের অংশ হিসেবে উপক্রমিক আন্দোলনের মধ্য দিয়ে খুব তাড়াতাড়ি বিপর্যস্ত হয়েছিল।
 
=== ইতালির একীভূতিকরণ এবং অসাম্প্রদায়িক ইতালি (১৮৬১ – ১৯২২ খ্রিষ্টাব্দ) ===
১৫৩ নং লাইন:
ইতালির উত্তারাঞ্চল হয়ে উঠে শিল্পায়িত ও আধুনিকীকরণ, দক্ষিণ ইতালি এবং উত্তরের গ্রামীণ অঞ্চলগুলো অনুন্নত ও অচল হয়ে যায় এবং লক্ষাধিক সংখ্যক মানুষ শ্রমশিল্পে জড়িত হয়ে পড়ে, কিছু বিদেশ গমন করে। ১৮৪৮ খ্রিষ্টাব্দের সারদিনিয়ার আলবার্টিন সংবিধি ১৮৬১ সালে ইতালির সমগ্র রাজ্যে প্রণয়ন করা হয় যাতে মৌলিক চাহিদাগুলো সমুন্নত রেখে নির্বাচনী আইনে ভুমধ্যিকারীবিহীন ও অশিক্ষিত সম্প্রদায়ের ভোটের চাহিদা নিশ্চিত করা হয় নি। ১৯১৩ সালে সার্বজনীন নির্বাচনী অধিকার গৃহীত হয়।
 
[[ইতালিয়ান সোস্যলিষ্ট পার্টি]] প্রচলিত উদারনীতি ও রক্ষণশীল প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে শক্তি বৃদ্ধি করেছিল। ১৯১৩ সালে ইতালীয় সর্বোচ্চ বাস্তুত্যাগ (প্রবাস গমন) পৌছায়, যখন ৮,৭২,৫৯৮ জন লোক ইতালি ছেড়ে বিদেশে চলে যায়।<ref>{{cite journal |last = Monticelli |first = Giuseppe Lucrezio |title = Italian Emigration: Basic Characteristic and Trends with Special Reference to the Last Twenty Years. |journal = International Migration Review |volume = 1 |issue = 3, Special issue, The Italian Experience in Emigration |pages = 10–24 |date = Summer, 1967 |id= ISSN 01979183 |doi = 10.2307/3002737 |jstor = 3002737 |publisher = The Center for Migration Studies of New York, Inc.}}</ref> উনবিংশঊনবিংশ শতকের শুরুর বিগত ২ দশক, ইতালি [[সোমালিয়া]], [[ইরিথ্রিয়া]] এবং পরে [[লিবিয়া]] ও [[ডোদেকানিজ]]দের অধীনস্থ করার মধ্য দিয়ে ঔপনিবেশিক শক্তি গড়ে তোলে।<ref>(Bosworth (2005), pp. 49.)</ref> [[১ম বিশ্ব যুদ্ধ|১ম বিশ্ব যুদ্ধের]] সময়, ইতালি প্রথমবারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করেছিল এবং কিন্তু ১৯১৫ সালে [[ট্রিটি অব লন্ডন]] (লন্ডনের আপোসনামা) চুক্তিতে স্বাক্ষর করে এবং [[আওস্ট্র-হাঙ্গরিয়ান সাম্রাজ্য]] ও সঙ্গে অত্তমান সাম্রাজ্য হতে ট্রেন্তো, ট্রিএস্তে, গোরিৎজিয়া এবং গ্রাদিস্কা, ইস্ত্রিয়া এবং দক্ষিণাত্য দালমাশিয়া পাওয়ার অঙ্গীকার লাভ করে এন্তান্তে'তে প্রবেশ করে। যুদ্ধের সময় সাড়ে ৬ লক্ষেরও বেশি ইতালীয় সৈন্য প্রাণ হারায়<ref>{{cite book
|title=La Salute pubblica in Italia durante e dopo la Guerra
|last=Mortara