আরাগনের প্রথম জেমস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dexbot (আলোচনা | অবদান)
Removing Link GA template (handled by wikidata)
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৪৪ নং লাইন:
[[মন্টেপিলারের অষ্টম উইলিয়াম]] ও [[ইউডোকিয়া কোমেনে]]র উত্তরাধিকারী, [[আরাগনের দ্বিতীয় পিটার]] ও [[মন্টেপিলারের মারিয়া]]র একমাত্র সন্তান জেমস [[মন্টেপিলার|মন্টেপিলারে]] জন্মগ্রহণ করেন। শিশু হিসেবে জেমস ছিল [[প্রোঁভেস]]-এর শক্তিশালী রাজনীতির এক গুটি। তখন তাঁর পিতা [[লেইস্টারের পঞ্চম আর্ল, সাইমন দ্য মন্টফোর্ট|লেইস্টারের পঞ্চম আর্লের]] নেতৃত্বে [[আলবিজেনিস্তান ধর্মযুদ্ধ]]কারীদের বিরুদ্ধে [[আলবি]]র পাষণ্ড [[ক্যাথার]]দের সাহায্য করার জন্য পরিশ্রম করছিলেন। ধর্মযুদ্ধকারীরা চাচ্ছিলত তাঁকে উপড়ে ফেলতে। পিটার উত্তরের ধর্মযুদ্ধকারীদের শান্ত করার জন্য তাঁর সন্তান জেমসের সাথে সাইমনের কন্যার বিয়ে দেন। তিনি ১২১১ সালে মন্টফোর্টে তাঁর সন্তানের শিক্ষার ব্যবস্থা করার বিশ্বাস স্থাপন করেছিলেন, তবে এর পরপরই তাঁর বিরুদ্ধে অস্ত্র উত্থাপনে বাধ্য হন এবং ১২ই সেপ্টেম্বর, ১২১১ সালের [[মুরেটের যুদ্ধ|মুরেটের যুদ্ধে]] মারা যান। মন্টফোর্ট ইচ্ছা করেই জেমসকে তাঁর নিজের শক্তি ব্যাপ্ত করবার এক উপায় হিসেবে ব্যবহার করেন এবং আরাগনীয়দের [[পোপ তৃতীয় ইনোসেন্ট|পোপ তৃতীয় ইনোসেন্টের]] কাছে কোনরূপ অভিযোগ দাখিল করতে দিতেন না। পোপই মন্টফোর্টকে আত্মসমর্পণের বাধ্য করেন। ১২১৪ সালের মে বা জুনে [[কারাকাসোনে]]তে তাঁকে [[বেনেভেন্টোর পিটার]] নামক পোপসংক্রান্ত রাজদূতের হাতে হস্তান্তর করা হয়।
 
এরপর জেমসকে [[মনজোন|মনজনে]] পাঠানো হয় যেখানে তিনি [[স্পেন]] ও [[প্রোভেঁস|প্রোভেঁসে]] [[গিলিয়াম দ্য মন্টরেডো]], [[নাইট সঙ্ঘ|নাইট সঙ্ঘের]] প্রধানের কাছে থাকেন। ইতিমধ্যেইইতোমধ্যেই রাজপ্রতিনিধিত্ব তাঁর বড় চাচা [[প্রোভেঁসের কাউন্ট স্যাঞ্চো|রৌসেলিনের কাউন্ট স্যাঞ্চো]] ও তাঁর ছেলে, রাজার চাচাতো ভাই [[নুনো স্যাঞ্চেজ|নুনো]]র হাতে যায়। যতদিন না ১২১৭ সালে কতিপয় সঙ্ঘের সভ্য ও মহান ব্যক্তি তরুণ রাজাকে [[জারাগোজা]]য় নিয়ে আসেন, ততদিন রাজ্য নিয়ে এই সংশয় চলতেই থাকে।<ref name="Chaytor82">Chaytor, 82.</ref>
 
জেমস প্রথমে ১২২১ সালে [[ক্যাস্টিলের অষ্টম আলফোনসো]] ও [[ইংল্যান্ডের লিওনারা|ইংল্যান্ডের এলিয়ানর]]-এর কন্যা [[ক্যাস্টিলের এলিয়ানর (১২৪৪-এ মৃত্যু)|এলিয়ানর]]কে বিয়ে করেন। এর পরের ছয়বছরের শাসন ছিল মহাত্মনদের বিদ্রোহে ভরা। ৩১শে মার্চ, ১২২৭ সালে [[এলাইসের শান্তি]]চুক্তির মাধ্যমে মহাত্মন ও রাজা মধ্যস্থতায় আসেন।<ref name="Chaytor82" />