অ্যান্টিগুয়া ও বার্বুডা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Aoronno12 (আলোচনা | অবদান)
বানান
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
৬৩ নং লাইন:
|sport_code =
|vehicle_code =
|footnote1 = '''''ঈশ্বর রহ্মা কর রানীকে''''' সরকারীভাবে জাতীয় সঙ্গীত হলেও কেবলমাত্র রাজকীয় ও উপরাজকীয় উপলক্ষ্যেইউপলক্ষেই ব্যবহার করা হয়।
}}
 
৭৭ নং লাইন:
 
=== উপনিবেশিক যুগ ===
[[১৬৩২]] সালে এই দ্বীপে [[ইংরেজ]] উপনিবেশ স্থাপিত হয়। [[১৯৮১]] সালে এই অঞ্চল স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত এন্টিগুয়া এবং এর অধীনস্তঅধীনস্থ [[বারবুডা]] ও [[রোডান্ডা]] সহ অন্যান্য বেশ কিছু অঞ্চল ইংরেজদের অধিনেই থেকে যায়। অবশ্য [[১৬৬৬]] সালে অতি স্বল্প সময়ের জন্য এখানে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিলো। [[১৬৭৪]] সালে স্যার [[ক্রিস্টোফার কডরিংটন]] এই অঞ্চলে প্রথম [[ইক্ষু]] চাষ শুরু করেন। এই আধিপত্যের কারণেই [[বারবুডা]] অঞ্চলটি কডরিংটন পরিবারের কাছে [[ইজারা]] দেয়া হয়। উনবিংশঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আবার এই অঞ্চল সরাসরি ব্রিটিশ রাজের অন্তর্ভুক্ত হয়। কডরিংটন পরিবারই বারবুডা অঞ্চলের জঙ্গলসমূহ পরিষ্কার করে তাকে [[ইক্ষু]] চাষের উপযুক্ত করে তোলে যার ফলে সেখানে ক্রিতদাসদের জন্য পৃথক প্রদেশ গড়ে উঠে। এন্টিগুয়ার জমি সাফ করার জন্যই সেখানে প্রচুর ক্রিতদাস নিয়োগ করা হয়েছিলো। আর এন্টিগুয়ার এই ক্রিতদাসরাই বারবুডায় আরাদা প্রদেশ গড়ে তোলে।
 
ইক্ষু চাষের উপযোগী উর্বর ভূমি ছাড়াও AJERITO /আরেকটি কারণে এন্টিগুয়ার সুখ্যাতি ছিলো। তা হলো এর গভীর প্রাকৃতিক [[পোতাশ্রয়|পোতাশ্রয়সমূহ]]। দ্বীপটির দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত [[সেন্ট জন্‌স]] এবং [[ফ্যালমাউথ]] উপকূলে ছিলো পোতাশ্রয়গুলো অবস্থান। এখানে ইংরেজ জাহাজগুলো নিরাপদে অবস্থান করতে পারতো। ১৮শ ও উনবিংশঊনবিংশ শতাব্দীতে এই পোতাশ্রয়গুলোকে কেন্দ্র করে অনেকগুলো [[দূর্গ]] গড়ে উঠে যার কয়েকটি এখনও ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে সেন্ট জন্‌সে অবস্থিত [[শার্লি হাইট্‌স]] এবং [[নিলসন ডকইয়ার্ড]]।
 
বিখ্যাত ইংরেজ নৌ কমান্ডার [[হোরাশিও নিলসন]] যুবক অবস্থায় প্রায় তিন বছর এন্টিগুয়ায় কাজ করেন। একটি ফরাসি নৌবহরকে পশ্চাদ্ধাবন করতে গিয়ে [[১৮০৫]] সালে তিনি পুনরায় এই দ্বীপে যান। [[ট্রাফালগার যুদ্ধ]] সমাপ্ত হওয়ার পর তার এই পশ্চাদ্ধাবন শেষ হয়। ইংল্যান্ডের রাজা [[উইলিয়াম ৪]]-ও ১৭৮০-র দশকে নৌবাহিনীর একজন প্রশিক্ষণার্থী হিসেবে এন্টিগুয়ায় ছিলেন।