ইংরেজি সাহিত্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mukul Barman-এর সম্পাদিত সংস্করণ হতে ব্যা করণ-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে...
নিবন্ধ সম্প্রসারণ
১ নং লাইন:
[[File:Englishwriters.jpg|right|thumb|250px|ইংরেজি সাহিত্যের কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: [[জিওফ্রে চসার]], [[উইলিয়াম শেকসপিয়র]], [[জেন অস্টিনঅস্টেন]], [[মার্ক টোয়াইনটোয়েইন]], [[ভার্জিনিয়া উল্‌ফ]], [[টি এস এলিয়ট|টি. এস. এলিয়ট]], [[ভ্লাদিমির নবোকোভনাবোকভ]], [[টনি মরিসন]], [[সলমনসালমান রুশদি]]।]]
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
[[File:Englishwriters.jpg|right|thumb|250px|ইংরেজি সাহিত্যের কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: [[জিওফ্রে চসার]], [[উইলিয়াম শেকসপিয়র]], [[জেন অস্টিন]], [[মার্ক টোয়াইন]], [[ভার্জিনিয়া উল্‌ফ]], [[টি. এস. এলিয়ট]], [[ভ্লাদিমির নবোকোভ]], [[টনি মরিসন]], [[সলমন রুশদি]]।]]
<blockquote>এই নিবন্ধটি সামগ্রিক ইংরেজি সাহিত্য-সম্পর্কিত। [[ইংল্যান্ড]], [[স্কটল্যান্ড]], সমগ্র [[আয়ারল্যান্ড]] ও [[ওয়েলস|ওয়েলসের]] সাহিত্যের পরিবর্তে, [[মার্কিন যুক্তরাষ্ট্র]] পূর্বতন [[ব্রিটিশ সাম্রাজ্য|ব্রিটিশ উপনিবেশগুলির]] সাহিত্যও এই নিবন্ধের অন্তর্ভুক্ত হয়েছে। যদিও ১৯শ শতাব্দী পর্যন্ত এই নিবন্ধের বিষয়বস্তু [[যুক্তরাজ্য|ব্রিটেন]] ও [[আয়ারল্যান্ড|আয়ারল্যান্ডের]] সাহিত্য।</blockquote>
'''ইংরেজি সাহিত্য''' বলতে বোঝায় [[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]] রচিত সাহিত্য। এই সাহিত্যধারার সূচনা ঘটেছিল খ্রিস্টীয় ৮ম থেকে ১১শ শতাব্দীর মধ্যে কোনো এক সময়ে রচিত [[মহাকাব্য]]''[[বেওউল্‌ফ]]''-এর মাধ্যমে।<ref>Chase, Colin. (1997). ''The dating of 'Beowulf'' ''. pp. 9–22. University of Toronto Press</ref> এই কাব্যটি [[স্ক্যান্ডিনেভিয়া]] অঞ্চলের পটভূমিতে রচিত হলেও ইংল্যান্ডের [[জাতীয় মহাকাব্য|জাতীয় মহাকাব্যের]] স্বীকৃতি পায়। ইংরেজি সাহিত্যের পরবর্তী উল্লেখযোগ্য কীর্তি হল কবি [[জিওফ্রে চসার|জিওফ্রে চসারের]] (১৩৪৩-১৪০০) রচনাবলি; বিশেষত ''[[দ্য ক্যান্টারবেরি টেলস]]''। [[রেনেসাঁ|রেনেসাঁর]] যুগে, বিশেষত ১৬শ শতাব্দীর শেষভাগে ও ১৭শ শতাব্দীর প্রথম ভাগে, [[উইলিয়াম শেকসপিয়র]], [[বেন জনসন]], [[জন ডান]] সহ অন্যান্য কবি ও নাট্যকারেরা ছিলেন ওই সময়ের প্রধান কাব্য ও নাট্যসাহিত্যের রচয়িতা। ১৭শ শতাব্দীর শেষ ভাগে অপর এক বিখ্যাত কবি [[জন মিলটন]] (১৬০৮-৭৪) রচনা করেছিলেন মহাকাব্য ''[[প্যারাডাইস লস্ট]]'' (১৬৬৭)। ১৭শ শতাব্দীর শেষ ভাগে ও ১৮শ শতাব্দীর প্রথম ভাগটি ছিল ব্যঙ্গসাহিত্যের যুগ। এই যুগেই [[জন ড্রাইডেন]] ও [[আলেকজান্ডার পোপ|আলেকজান্ডার পোপের]] কাব্য ও [[জোনাথন সুইফট|জনাথন সুইফটের]] গদ্যরচনাগুলি রচিত হয়েছিল। ১৮শ শতাব্দীতেই [[ড্যানিয়েল ডিফো]], [[স্যামুয়েল রিচার্ডসন]] ও [[হেনরি ফিল্ডিং|হেনরি ফিল্ডিংয়ের]] রচনার মাধ্যমে ইংরেজি সাহিত্যে উপন্যাস সাহিত্যের সূচনা ঘটে। অন্যদিকে ১৮শ শতাব্দীর শেষভাগে ও ১৯শ শতাব্দীর প্রথম ভাগে [[রোম্যান্টিক কবি]] [[উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ]] [[স্যামুয়েল টেলর কোলরিজ]], [[পার্সি বিশি শেলি]], [[লর্ড বায়রন]] ও [[জন কিটস|জন কিটসের]] উত্থান ঘটে।
 
[[ভিক্টোরীয় যুগ|ভিক্টোরীয় যুগে]] (১৮৩৭-১৯০১) উপন্যাস ইংরেজি সাহিত্যের প্রধান বিভাগ হয়ে ওঠে।{{Sfn | Davies | 1990 | p = 93}} এই সময়কার প্রধান ঔপন্যাসিক ছিলেন [[চার্লস ডিকেন্স]]। অন্যান্য গুরুত্বপূর্ণ [[ব্রন্টি পরিবার|ব্রন্টি]] ভগিনীগণ ও [[টমাস হার্ডি]]। ১৯শ শতাব্দীর শেষ ভাগে এঁরাই ছিলেন ইংরেজি সাহিত্যের প্রধান ব্যক্তিত্ব। ১৯শ শতাব্দীতেই আমেরিকান সাহিত্যের শ্রেষ্ঠ কীর্তিগুলি রচিত হতে শুরু করে। এই সময়কার আমেরিকান সাহিত্যিকদের মধ্যে উল্লেখযোগ্য ''[[মবি ডিক]]'' উপন্যাসের রচয়িতা ঔপন্যাসিক [[হারমান মেলভিল]], কবি [[ওয়াল্ট হুইটম্যান]] ও [[এমিলি ডিকিনসন]]। ১৯শ শতাব্দীর শেষভাগে ও ২০শ শতাব্দীর গোড়ার দিকে প্রধান আমেরিকান ঔপন্যাসিকদের মধ্যে উল্লেখযোগ্য [[হেনরি জেমস]]। অন্যদিকে ২০শ শতাব্দীর প্রথম দুই দশকের একজন বিশিষ্ট ব্রিটিশ সাহিত্যিক হলেন পোলিশ-বংশোদ্ভুত [[জোসেফ কনরাড]]।
২৯ ⟶ ২৮ নং লাইন:
{{Reflist}}
 
== বইয়ের তালিকা ==
* {{Citation | title = দ্য ব্লুমসবারি গাইড টু ইংলিশ লিটারেচার | editor-first = ম্যারিয়ন ওয়েন | editor-last = ডেভিস | place = নিউ ইয়র্ক | publisher = প্রেন্টিস হল | year = ১৯৯০}}
== বহিঃসংযোগ ==
* [A Comprehensive Approach to English literature (2005)] [[Dhaka International University]]
* [http://www.luminarium.org/medlit/ Luminarium: Anthology of Middle English Literature (1350-1485)]
* [http://www.luminarium.org/renlit/ Luminarium: 16th Century Renaissance English Literature (1485-1603)]