আলেকজান্ডার পোপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪২ নং লাইন:
 
==শৈশব==
আলেকজেন্ডার পোপের পিতার নাম আলেকজেন্ডার পোপ সিনিয়র (১৬৪৬ – ১৭১৭)। তিনি ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। লন্ডনের লম্বার্ড স্ট্রীটে তার দোকান ছিল। তাঁর মাতার নাম এডিথ (নি টার্ণার) (১৬৪৩-১৭৩৩)। তারা দুজনেই ছিলেন রোমান ক্যাথলিক। <ref>name="Erskine-Hill, DNB">Erskine-Hill, ''DNB''</ref> সেই সময় ক্যাথলিকদের উপর আরোপিত [[টেস্ট এ্যাক্ট]] এর কারনে শৈশবে পোপের লেখাপড়া ব্যহত হয়। সেই সময়ে এই আইনের অওতায় ক্যাথলিকদের জন্য শিক্ষকতা, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ভোটপ্রদান অথবা জনপ্রতিনিধি হওয়ার অধিকার রহিত করা হয়। পোপ এই সময় তার খালার কাছে লেখাপড়া শুরু করেন। পরে তিনি দুইটি ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেন। অবৈধ হলেও লন্ডনের কিছু কিছু জায়গায় এধরনের স্কুল ছিল। <ref name="Erskine-Hill, DNB" /> He then went to two Catholic schools in London.<ref name="Erskine-Hill, DNB">Erskine-Hill, ''DNB''</ref> Such schools, while illegal, were tolerated in some areas.<ref name="Alexander Pope' 2000">'Alexander Pope', ''Literature Online biography'' (2000)</ref>
সেই সময় সমগ্র ইংল্যান্ড জুড়ে ক্যাথলিক বিদ্বেষ দান বেঁধে উঠেছিল। [[প্রোটেস্ট্যান্ট মতবাদ|প্রেটেস্ট্যান্টরা]] লন্ডন বা ওয়েস্ট মিনিস্টার শহরের ১৬ কি.মি. এর মধ্যে ক্যাথলিক বসতি স্থাপনের বিরোধীতা করত। এই কারনে ১৭০০ সালে পরিবারের সাথে তিনি রয়েল উইন্ডফরেস্ট এর কাছে [[বিনফিল্ড]] এর [[পোপসউড]] এ চলে আসেন। <ref name="Erskine-Hill, DNB" /> গ্রামাঞ্চলের তাঁর নতুন আবাস্থলের বর্ণনা তাঁর ‘উইন্ডসর ফরেস্ট’ কবিতায় পাওয়া যায়। বিনফিল্ডে আসার পর তার আনুষ্ঠানিক শিক্ষা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর থেকে তিনি বিভিন্ন সাহিত্যের ক্লাসিক লেখাগুলো পড়তে শুরু করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জিফরি চসার, উইলিয়াম সেক্সপিয়ার, হোমপার, ভার্জিল, হোরাক ও জুভেনাল। <ref name="Erskine-Hill, DNB">Erskine-Hill, ''DNB''</ref>
বিনফিল্ডে তাঁর প্রচুর বন্ধু ও শুভাকাঙ্খি তৈরী হয়। যারা পরবর্তিতে তাঁর জীবনে বিভিন্নভাব অবদান রেখেছিলেন। [[জন ক্যারিল]] ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি পোপের চেয়ে ২০ বছর বড় ছিলেন। তরুন পোপকে তিনি নাট্যকার উইলিয়াম উইচারলি এবং কবি উইলিয়াম ওয়ালস এর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। পোপের প্রথম এবং গুরুত্বপূর্ণ লেখাটি তারা সম্পাদনা করেছিলেন।