প্রোটিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে
→‎শ্রেণীবিভাগ: লিংক সংযোজন
ট্যাগ: মোবাইল অ্যাপ সম্পাদনা
৯ নং লাইন:
 
১ গ্রাম প্রোটিন থেকে চার কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। দৈনিক প্রয়োজনীয় ক্যালরির ২০-২৫ ভাগ প্রোটিন জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা উচিত। প্রতিদিন খাবারে উদ্ভিজ্জ প্রোটিনের পাশাপাশি কিছু প্রাণিজ প্রোটিনও গ্রহণ করতে হবে।
 
** ভৌত,রাসায়নি গুনাবলি এবং দ্রবনীয়তার ভিত্তিতে প্রোটিনকে তিন ভাগে ভাগ করা হয় যথা :-
ক) '''সরল প্রোটিন''' ৷
খ) '''যুগ্ন প্রোটিন''' ৷
গ) '''উৎপাদিত প্রোটিন''' ৷
 
* দ্রবণীয়তার ওপর ভিত্তি করে সরল প্রোটিনকে আবার ৭ ভাগে ভাগ করা হয় যথা :-
 
১) '''অালবিউমিন'''
২) '''গ্লোবিউলিন'''
৩) '''গ্লুটোলিন'''
৪) '''প্রোলামিন'''
৫) '''হিস্টোন'''
৬) '''প্রোটামিন'''
৭) '''স্ক্লোরোপ্রোটিন''' ৷৷৷
 
*যুগ্ন প্রোটিনকেও আবার ৮ ভাগে ভাগ করা যায় ৷ যথা :-
 
১) '''নিউক্লিওপ্রোটিন'''
২) '''গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন'''
৩) '''লিপোপ্রোটিন'''
৪) '''ক্রোমোপ্রোটিন'''
৫) '''মেটালোপ্রোটিন'''
৬) '''ফসফোপ্রোটিন'''
৭) '''ফ্লাভোপ্রোটিন'''
৮) '''লৌহ-প্রোফাইরিন প্রোটিন''' ৷৷৷
 
== প্রোটিনের কার্যকারিতা ==
আমাদের দেহের অস্থি, পেশি, বিভিন্ন দেহযন্ত্র, রক্ত কণিকা থেকে শুরু করে দাঁত, চুল, নখ পর্যন্ত প্রোটিন দিয়ে গঠিত। প্রোটিন শিশুদের দৈহিক বৃদ্ধি সাধন ও দেহ গঠন করে। আমাদের দেহের কোষগুলো প্রতিনিয়তই ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত স্থানে নতুন কোষগুলো গঠন করে ক্ষয়পূরণ করতে ও কোনো ক্ষতস্থান সারাতে প্রোটিনের ভূমিকা রয়েছে। যখন দেহে ফ্যাট ও কার্বোহাইড্রেটের অভাব দেখা যায় তখন প্রোটিন তাপশক্তি উৎপাদনের কাজ করে। রোগ সৃষ্টিকারী রোগজীবাণুকে প্রতিরোধ করার জন্য আমাদের দেহে তাদের প্রতিরোধী পদার্থ বা অ্যান্টিবডি তৈরী করা প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ কাজ। মানসিক বিকাশ বা মস্তিষ্কের বিকাশের জন্য প্রোটিন অপরিহার্য।