গণেশপুরাণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৭২ নং লাইন:
''গণেশপুরাণ'' গ্রন্থের ক্রীড়াকাণ্ডে গণেশের চার [[অবতার|অবতারের]] উপাখ্যান রয়েছে। এই চার অবতার চার [[যুগ (হিন্দুধর্ম)|যুগে]] অবতীর্ণ হয়েছেন।<ref name="Krishan 1999 79–80"/><ref>Brief summaries of events in each incarnation are given in John A. Grimes. Ganapati: Song of the Self. pp. 100–105. (State University of New York Press: Albany, 1995) ISBN 978-0-7914-2440-7</ref> এই অংশের ১৫৫টি অধ্যায় চার যুগের ভিত্তিতে বিভক্ত। ১ম থেকে ৭২তম অধ্যায় পর্যন্ত [[সত্যযুগ]], ৭৩তম থেকে ১২৬তম অধ্যায় পর্যন্ত [[ত্রেতাযুগ]] এবং ১২৭তম থেকে ১৩৭তম অধ্যায় পর্যন্ত রয়েছে [[দ্বাপর যুগ|দ্বাপর যুগের]] বর্ণনা।{{Sfn|Bailey|2008|p=5}} ১৩৮তম থেকে ১৪৮তম অধ্যায় নিয়ে ''গণেশগীতা'' অংশটি রচিত। এরপর ১৪৯তম অধ্যায়ে সংক্ষেপে [[কলিযুগ|কলিযুগের]] (বর্তমান যুগ) বর্ণনা পাওয়া যায়।{{Sfn|Bailey|2008|p=5}} অবশিষ্ট ১৪৯তম থেকে ১৫৫তম অধ্যায় পর্যন্ত অংশটি আলোচনামূলক। একটি প্রামাণ্য পুরাণগ্রন্থে যে সাহিত্যিক গুণাবলি থাকা প্রয়োজন, তা এই অংশে সন্নিবেশিত হয়েছে।{{Sfn|Bailey|2008|p=5}}
 
সত্যযুগে গণেশকে ‘বিনায়ক’ রূপে প্রদর্শিত হয়েছে। বিনায়ক দশভূজ, বৃহদাকার, দানশীল ও সিংহবাহন।{{Sfn|Bailey|2008|p=5 with footnote 2}}<ref>Ganesha Purana I.46.28 in the 1993 Sharma edition. In the version used by Bhāskararāya in his Khadyota commentary on the Ganesha Sahasranama the verse is numbered I.46.33 and the name is given as Kaśyapasuta.</ref> ত্রেতাযুগের গণেশ ‘ময়ূরেশ্বর’ রূপধারী। ময়ূরেশ্বর ষড়ভূজ, শ্বেতবর্ণ ও ময়ূরবাহন।Sfnময়ূরবাহন।{{Sfn|Bailey|2008|p=5}} দ্বাপর যুগে গণেশ ‘গজানন’ রূপ ধারণ করেছেন। গজানন চতুর্ভূজ, রক্তবর্ণ ও মুষিকবাহন।{{Sfn|Bailey|2008|p=5 with footnote 2}} এই যুগে তিনি [[শিব]] ও [[পার্বতী|পার্বতীর]] পুত্ররূপে জন্মগ্রহণ করেন। কলিযুগে গণেশ ‘ধুম্রকেতু’। ধূম্রকেতু দ্বিভূজ, ধূম্রবর্ণ ও অশ্ববাহন।{{Sfn|Bailey|2008|p=5}}<ref>Yuvraj Krishan, op. cit. p. 84, footnote 13, says that in the Ganesha Purana 2.131.32, Dhūmraketu is said to have four arms but in ibid. 2.1.21 and 2.85.15 he is said to have only two arms. The version given in Grimes mentions only two arms.</ref> ''গণেশপুরাণ'' অনুসারে, কলিযুগে গণেশ বর্বর সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন ও দৈত্যদানব হত্যা করেন।{{Sfn|Bailey|2008|p=5 with footnote 2}}
 
== পাণ্ডুলিপি ==