বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Razib123 (আলোচনা | অবদান)
Razib123 (আলোচনা | অবদান)
৫৪ নং লাইন:
 
== সুপ্রিয় সুহৃদ==
আমি সিসটেক পািবলিকেশন্সপাবলিকেশন্স বিষয়ে একটি পেজ তৈরি করেছি এবং এতে বেশ কিছু তথ্যতথ্যসুত্র সুত্রযোগযোগ করেছি। সিসটেক পাবলিকেশন্স বাংলাদেশের অনেক পুরোনো আইসিটি বিষয়ক একটি প্রকাশনী। এটি দীর্ঘদিন যাবৎ দেশে তৃণমুল পর্যায়ে আইসটি বিষয়ে শিক্ষা প্রসারের জন্য অসংখ্য বই প্রকাশ করে চলেছে। শুধু বাংলাদেশে নয় প্রকাশনাটি ভারতেও আইসিটি বইয়ের জন্য ব্যপকভাবে জনপ্রিয়। যদিও বাংলাদেশে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত তাদের কোনো কাজের জন্য বড় ধরনের কোনো স্বীকৃতি বা পুরষ্কার পায় নাই। কিন্তু দেশ জুড়ে প্রযুক্তিপ্রেমী পাঠকদের নিকট অবশ্যই অত্যন্ত জনপ্রিয় একটি নাম হলো সিসটেক পাবেলিকেশন্স। শুধু পাঠক নয় সিসটেক গত একুশ বছরে অনেক প্রতিভাবান লেখকেরও জন্ম দিয়েছে এবং পরিচর্যা করে গেছে। উইকপিডিয়াতে আগামী প্রকাশনী বা সেবা প্রকাশনীর পেজ পাওয়া গেলে আমার কাছে মনে হয়েছে সিসটেক পাবলিকেশন্সও এই স্বীকৃতির দাবীদার।
কিন্তু যথেষ্ঠ তথ্যসুত্র এবং যাচাইকৃত তথ্যসুত্র যুক্ত করা হলেও পেজটি অপসারনের নোটিশ দেওয়া হয়েছে যেটি আমার কাছে বিস্ময়কর। এ বিষয়ে আপনার সহৃদয় সহযোগীতার প্রত্যাশা করছি। অনুগ্রহ পূর্বক নিবন্ধটি অপসারিত হবার কারনগুলো আমাকে ব্যাখ্যা করবেন সুহৃদ।
--[[ব্যবহারকারী:Razib123|Razib123]] ([[ব্যবহারকারী আলাপ:Razib123|আলাপ]]) ০৭:০৯, ২৭ মার্চ ২০১৬ (ইউটিসি) রাজিব আহমেদ --[[ব্যবহারকারী:Razib123|Razib123]] ([[ব্যবহারকারী আলাপ:Razib123|আলাপ]]) ০৭:০৯, ২৭ মার্চ ২০১৬ (ইউটিসি)