গণেশপুরাণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১১ নং লাইন:
 
== গুরুত্ব ==
[[File:Ganesha pachayatana.jpg|thumb|200px|গণেশ দরবার, খ্রিস্টীয় ১৯শ শতাব্দীর চিত্রকলা। এই চিত্রে হিন্দু [[স্মার্ত সম্প্রদায়|স্মার্ত সম্প্রদায়ে]] পূজিত পঞ্চদেবতার অন্যতম গণেশ (কেন্দ্রে),উপরে সঙ্গেমধ্যে) [[শিব]] (উপরে বাঁদিকে), [[দুর্গাপার্বতী]] (উপরে ডানদিকে), [[বিষ্ণু]] (নিচে বাঁদিকে) ও [[সূর্য (দেবতা)|সূর্যসূর্যের]] (নিচে ডানদিকে) অবস্থান করছেন।]]
''গণেশপুরাণ'' ও ''[[গণপতি অথর্বশীর্ষ|গণপতি উপনিষদ্‌]]'' (''[[গণপতি অথর্বশীর্ষ]]'') হিন্দুধর্মের [[গাণপত্য ধর্ম|গাণপত্য]] সম্প্রদায়ের দুটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ।{{Sfn|Brown|1991|pp=1-3}} গাণপত্যরা গণেশকে প্রধান দেবতা রূপে পূজা করেন। এই পুরাণে প্রাপ্ত গণেশ-সংক্রান্ত পৌরাণিক উপাখ্যানগুলি তাঁদের সম্প্রদায়ের একটি বিশিষ্ট অংশ।{{Sfn|Bailey|1995|p=ix-x}} গণেশ হলেন হিন্দুধর্মের সর্বাধিক পূজিত দেবতা এবংদেবতা। হিন্দুধর্মের প্রত্যেকটি প্রধান সম্প্রদায়ে ([[শৈবধর্ম|শৈব]], [[বৈষ্ণবধর্ম|বৈষ্ণব]], [[শাক্তধর্ম|শাক্ত]] ও [[স্মার্ত সম্প্রদায়|স্মার্ত]]) গণেশকে সর্বাগ্রে পূজা করা হয়।{{Sfn|Brown|1991|pp=1-3, 19, 122-124}} ''গণেশপুরাণ'' গ্রন্থে প্রাচীন পৌরাণিক উপাখ্যান ও [[বেদান্ত|বৈদান্তিক]] ধারণাগুলিকে গণেশ -[[ভক্তি|ভক্তির]] কাঠামোর মধ্যে নিবদ্ধ করা হয়েছে।<ref>{{cite book| author=Oliver Leaman| title=Encyclopedia of Asian Philosophy| year= 2006|publisher=Routledge|isbn=978-1-134-69114-2|pages=440-442}}</ref>
 
[[বৌদ্ধধর্ম]] ও [[জৈনধর্ম|জৈনধর্মের]] ইতিহাসের প্রেক্ষিতেও এই গ্রন্থ গুরুত্বপূর্ণ। কারণ উভয় ধর্মের পৌরাণিক আখ্যান ও ধর্মতত্ত্বে গণেশের অস্তিত্ব রয়েছে।<ref>R Stevenson, Analysis of Ganesa Purana with special reference to the history of Buddhism, Journal of the Royal Asiatic Society, Vol 8, pages 319-329</ref>{{Sfn|Brown|1991|pp=101-107}}