নরেন্দ্র হিরওয়ানি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আরও দেখুন - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
৩০ নং লাইন:
| deliveries = balls
| columns = 4
| column1 = [[Testটেস্ট cricketক্রিকেট|টেস্ট]]
| matches1 = 17
| runs1 = 54
৪৩ নং লাইন:
| best bowling1 = 8/61
| catches/stumpings1 = 5/–
| column2 = [[Oneএকদিনের Day Internationalআন্তর্জাতিক|ওডিআই]]
| matches2 = 18
| runs2 = 8
৫৬ নং লাইন:
| best bowling2 = 4/43
| catches/stumpings2 = 2/–
| column3 = [[Firstপ্রথম-classশ্রেণীর cricketক্রিকেট|এফসি]]
| matches3 = 167
| runs3 = 1179
৬৯ নং লাইন:
| best bowling3 = 8/52
| catches/stumpings3 = 48/–
| column4 = [[Listলিস্ট A cricketক্রিকেট|এলএ]]
| matches4 = 70
| runs4 = 121
৮৮ নং লাইন:
'''নরেন্দ্র দীপচাঁদ হিরওয়ানি''' ({{lang-mr|नरेंद्र हिरवाणी}}; [[জন্ম]]: [[১৮ অক্টোবর]], [[১৯৬৮]]) উত্তরপ্রদেশের গোরখপুর এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় ক্রিকেটার। [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারত ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন। দলে তিনি মূলতঃ লেগ স্পিন বোলাররূপে ভূমিকা রাখতেন। পাশাপাশি ডানহাতে নিচের সারির কার্যকরী ব্যাটসম্যান ছিলেন '''নরেন্দ্র হিরওয়ানি'''। [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] অভিষেকে ব্যাপক সাফল্য লাভের প্রেক্ষিতে [[আন্তর্জাতিক ক্রিকেট|বিশ্ব ক্রিকেট]] অঙ্গনে স্মরণীয় হয়ে আছেন।
 
== প্রারম্ভিক জীবন ==
গোরখপুরের সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। শৈশবে ইন্দোরে চলে যান। মধ্যপ্রদেশের ক্রিকেটার সঞ্জয় জাগডালের তত্ত্বাবধানে মাঠের কাছাকাছি একটি কক্ষে থাকতেন। ১৬ বছর বয়সে মধ্যপ্রদেশের সদস্যরূপে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। খেলায় তিনি পাঁচ উইকেট দখল করেছিলেন। পরের মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে [[ভারত জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল|অনূর্ধ্ব-১৯]] স্তরের ক্রিকেটে ৩ টেস্টে ২৩ উইকেট পান। ১৯৮৭-৮৮ মৌসুমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে অনূর্ধ্ব-২৫ দলের সদস্য হিসেবে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসের ৬ উইকেটের সবগুলোই তাঁর দখলে ছিল। ফলশ্রুতিতে টেস্ট দলে খেলার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়।
 
জানুয়ারি, ১৯৮৮ সালে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাদ্রাজে অনুষ্ঠিত চূড়ান্ত ও চতুর্থ টেস্টে তাঁর অভিষেক হয়। প্রথম ইনিংসে ৮/৬১ পান।<ref>[http://www.cricinfo.com/db/ARCHIVE/1980S/1987-88/WI_IN_IND/WI_IND_T4_11-15JAN1988.html]</ref> এরপর দ্বিতীয় ইনিংসেও ৮/৭৫ পেয়েছিলেন। এরফলে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে অভিষেক টেস্টের এক ইনিংসে আট উইকেট লাভের বিরল সৌভাগ্য অর্জন করেন। তাঁর পূর্বে অস্ট্রেলীয় বোলার [[Bob Massie|বব ম্যাসি]] জুন, ১৯৭২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ৮/৮৪ ও ৮/৫৩ পেয়েছিলেন।<ref>[http://www.cricinfo.com/db/ARCHIVE/1970S/1972/AUS_IN_ENG/AUS_ENG_T2_22-26JUN1972.html]</ref> কিন্তু তাঁরা উভয়েই তাঁদের অভিষেক টেস্টের উভয় ইনিংসে আট উইকেট করে পেলেও পরবর্তীতে খেলায় ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি।
 
== তথ্যসূত্র ==