টম গডার্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আরও দেখুন - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
ঘরোয়া ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি
৬ নং লাইন:
| bowling = ডানহাতি অফ ব্রেক
| columns = 2
| column1 = [[Testটেস্ট cricketক্রিকেট|টেস্ট]]
| matches1 = 8
| runs1 = 13
১৯ নং লাইন:
| best bowling1 = 6/29
| catches/stumpings1= 3/-
| column2 = [[Firstপ্রথম-classশ্রেণীর cricketক্রিকেট|এফসি]]
| matches2 = 593
| runs2 = 5234
৪৮ নং লাইন:
'''টমাস উইলিয়াম জন গডার্ড''' ({{lang-en|Tom Goddard}}; [[জন্ম]]: [[১ অক্টোবর]], [[১৯০০]] - [[মৃত্যু]]: [[২২ মে]], [[১৯৬৬]]) গ্লুচেস্টারে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ক্রিকেটার ছিলেন। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি অফ ব্রেক বোলার ছিলেন। পাশাপাশি ডানহাতে নিচের সারিতে ব্যাটিংয়ে নামতেন '''টম গডার্ড'''।<ref name="skysports">{{cite news|first= |last=|title = tom goddard's Cricket Profile| url=http://www.skysports.com/cricket/player/5214/tom-goddard|date =|accessdate = 2016-3-23|publisher=skysports}}</ref> ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে গ্লুচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
 
== ঘরোয়া ক্রিকেট ==
প্রথম-শ্রেণীর ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে নিজেকে অন্তর্ভূক্ত করেছেন। ১৯২২ সালে গ্লুচেস্টারশায়ার ক্লাবে ফাস্ট বোলাররূপে যোগ দেন। কিন্তু প্রথম ছয় বছর তেমন সফলতা না পাওয়ায় ক্লাবের সাথে ১৯২৮ সালে সম্পর্কচ্ছেদ করতে হয়েছে তাঁকে। সফলতা লাভে উদগ্রীব গডার্ড লর্ড'সে গ্রাউন্ড স্টাফ হিসেবে যোগ দেন ও অফ স্পিনের দিকে ঝুঁকে পড়েন। ছয় তিন ইঞ্চি উচ্চতার অধিকারী গডার্ড তাঁর দীর্ঘ বাহুকে কাজে লাগিয়ে বাউন্স প্রদানে সক্ষমতা দেখান। ফলশ্রুতিতে দ্রুত সফলতা পান ও ১৯২৯ সালে একই ক্লাবে পুণরায় যোগ দেন।
 
১৯৩০ সালে কেবলমাত্র একবার [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে খেলার সুযোগ পেয়েছেন। সবগুলো দেশের বিপক্ষে সর্বমোট আটবার টেস্ট খেলতে পেরেছেন। তাঁর সমসাময়িক [[হেডলি ভেরিটি]] ইংল্যান্ডের স্পিন বোলারদের মধ্যে সেরা ছিলেন। ঐ সময়ে ধারণা করা হতো যে, টেস্টে অফ স্পিনারদের তুলনায় লেগ স্পিনারদের দাপট বেশী। ১৯৩৮-৩৯ মৌসুমে [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে [[টেস্ট ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা|হ্যাট্রিক]] করেন।
 
== তথ্যসূত্র ==