অন্নপূর্ণা ১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫৮ নং লাইন:
 
==পর্বতারোহণ অভিযান==
[[File:Annapurna aliMassif 2012092Aerial View.jpg|center250px|thumb|700px|উপরবিমান থেকে দৃশ্যমান অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ।]]
অন্নপূর্ণা ১ প্রথম কোন ৮০০০-মিটার পর্বত যেটার চূড়ায় মানুষ সফলভাবে আরোহণ করতে সমর্থ হয়। ফরাসী পর্বতারোহী মাউরিস হার্যোগ এবং লুইস ল্যাচেনাল ১৯৫০ সালের ৩ জুন অন্নপূর্ণা ১-এর চূড়ায় আরোহণ করেন। তাদের এই অভিযানে আরো ছিলেন লিওনেল টেরা, গ্যাস্টন রেবুয়াত, মার্সেল ইচাখ, ইয়ান কোজি, মার্সেল শাটজ, জ্যাকস উডোট এবং ফ্রান্সিস নোয়েল। এই অভিযানের নেতৃত্বে ছিলেন মাউরিস হার্যোগ। ইচাখ এই অভিযানের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। পরবর্তী তিন বছরে এটিই ছিল মানুষের জয় করা সর্বোচ্চ পর্বত।
 
৬৬ ⟶ ৬৭ নং লাইন:
১৯৮১ সালে একটী পোলিশ অভিযাত্রীর দল অন্নপূর্ণায় আরোহণের নতুন একটি পথ আবিষ্কার করে। এই দলে ছিলেন মাসিয়াজ বারবেকা এবং বোগুসলো প্রোবুলস্কি। তাদের আবিষ্কৃত পথটি ১৯৮১ সালে হিমালয়ের সেরা অর্জন হিসেবে স্বীকৃত হয়।
১৯৮৭ সালে পোলিশ পর্বতারোহী জার্যি এবং হ্যাজের প্রথমবারের মত অন্নপূর্ণায় শীতকালে আরোহণ করেন। অন্নপূর্ণার দক্ষিণ পার্শ্ব দিয়ে প্রথমবারের মত একা আরোহণ করেন পর্বতারোহী স্লোভেনিয়ান তোমাজ হিউমার।
[[File:Annapurna ali 2012092.jpg|center|thumb|700px|উপর থেকে দৃশ্যমান অন্নপূর্ণা]]
 
== তথ্যসূত্র ==