অন্নপূর্ণা ১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
++
৬০ নং লাইন:
অন্নপূর্ণা ১ প্রথম কোন ৮০০০-মিটার পর্বত যেটার চূড়ায় মানুষ সফলভাবে আরোহণ করতে সমর্থ হয়। ফরাসী পর্বতারোহী মাউরিস হার্যোগ এবং লুইস ল্যাচেনাল ১৯৫০ সালের ৩ জুন অন্নপূর্ণা ১-এর চূড়ায় আরোহণ করেন। তাদের এই অভিযানে আরো ছিলেন লিওনেল টেরা, গ্যাস্টন রেবুয়াত, মার্সেল ইচাখ, ইয়ান কোজি, মার্সেল শাটজ, জ্যাকস উডোট এবং ফ্রান্সিস নোয়েল। এই অভিযানের নেতৃত্বে ছিলেন মাউরিস হার্যোগ। ইচাখ এই অভিযানের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। পরবর্তী তিন বছরে এটিই ছিল মানুষের জয় করা সর্বোচ্চ পর্বত।
 
অন্নপূর্ণার দক্ষিণ পার্শ্ব দিয়ে সর্বপ্রথম আরোহণ করেন পর্বতারোহী ডন উইলিয়ামস এবং ডগলাস হ্যাস্টন, ১৯৭০ সালে। এই ব্রিটিশ অভিযানের নেতৃত্বে ছিলেঙ্ক্রিস বোনিংটন এবং ইয়ান ক্লাউ। ইয়ান ক্লাউ চূড়া থেকে অবতরণের সময় মৃত্যুবরণ করেন।
 
১৯৭৮ সালে আমেরিকান উইমেন্স হিমালায়ান এক্সপিডিশন-এর একটি দল অন্নপূর্ণা জয় করে। এর ফলে প্রথমবারের মত আমেরিকান কোন দল অন্নপূর্ণা জয়ের গৌরব লাভ করে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন আর্লিন ব্লুম। এই অভিযানের প্রথম দলে ছিলেন ভেরা কোমারকোভা, আইরিন মিলার, শেরপা মিংমা সেরিং ও চেওয়াং রিঙিং। এই দলটি ১৯৭৮ সালের ১৫ অক্টোবর অন্নপূর্ণা ১-এর চূড়ায় আরোহণ করে। অভিযানের দ্বিতীয় দলে ছিলেন অ্যালিসন চ্যাডউইক এবং ভেরা ওয়াটসন। এই দলটি পর্বতে আরোহণের সময়ই মৃত্যুমুখে পতিত হয়।
 
১৯৮১ সালে একটী পোলিশ অভিযাত্রীর দল অন্নপূর্ণায় আরোহণের নতুন একটি পথ আবিষ্কার করে। এই দলে ছিলেন মাসিয়াজ বারবেকা এবং বোগুসলো প্রোবুলস্কি। তাদের আবিষ্কৃত পথটি ১৯৮১ সালে হিমালয়ের সেরা অর্জন হিসেবে স্বীকৃত হয়।
১৯৮৭ সালে পোলিশ পর্বতারোহী জার্যি এবং হ্যাজের প্রথমবারের মত অন্নপূর্ণায় শীতকালে আরোহণ করেন। অন্নপূর্ণার দক্ষিণ পার্শ্ব দিয়ে প্রথমবারের মত একা আরোহণ করেন পর্বতারোহী স্লোভেনিয়ান তোমাজ হিউমার।
 
== তথ্যসূত্র ==